গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিশ আলী।

এনসিটিএফ গাইবান্ধা জেলা সহ-সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও গাইবান্ধা জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ তুষারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ও বার্ষিক বিবরণী তুলে ধরেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও সাপ্তাহিক নুরজাহান পত্রিকার সম্পাদক উত্তম সরকার, গাইবান্ধা শিশু একাডেমির লাইব্রেরিয়ান মোছা. রেবেকা পারভীন, এনসিটিএফ গাইবান্ধা এর উপদেষ্টা মনির হোসেন মিলন, আশিকুর রহমান শাওন, রকিবুদ্দৌলা রনি।

আলোচনা সভা শেষে ২০১৮-২০১৯ সালের এনসিটিএফ গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট ১১ টি কার্যনির্বাহী পদে ২৫ জন এনসিটিএফ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনসিটিএফ গাইবান্ধা এর ১২৭ জন সাধারণ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করে।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, সভাপতি পদে মো. মশিউর রহমান মুছা, সহ-সভাপতি পদে তাসকিনা জামান তমা, সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সামানীয়া জান্নাত রাইয়ান, সাংগঠনিক সম্পাদক পদে আবিদ হাসান পলক, শিশু সাংবাদিক (ছেলে) পদে শাহরিয়ার রহমান জয়, শিশু সাংবাদিক(মেয়ে) পদে সানজিনা আক্তার ছনিয়া, শিশু গবেষক(ছেলে) পদে মাহমুদ হাসান সিরাজ, শিশু গবেষক (মেয়ে) পদে শিনাত জামান তিথি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) পদে মেহেদী হাসান জিহাদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) পদে তনিমা হাবিব রুম্পা।

পরে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করে ও পূর্বতন কমিটির নিকট হতে দায়িত্ব গ্রহণ করে।

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ এর উদ্যোগে এনসিটিএফ নিউজ বক্স স্থাপন

এনসিটিএফ শিশুদের নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা এনসিটিএফ কাজ করে যাচ্ছে।

এনসিটিএফ জেলা কমিটি ও স্কুল কমিটির কার্যক্রমকে গতিশীল করার জন্য জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত জেলা সরকারি গণগ্রন্থাগারে এনসিটিএফ নিউজ বক্স স্থাপন করা হয়েছে। 

যার মাধ্যমে জেলা শহরের প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আকাঁ ছবি, শিশু বিষয়ক গল্প, ছড়া, কবিতা প্রবন্ধ, সাফল্যের গল্প লিখে নিউজ বক্সে পাঠাতে পারবে।

শিক্ষার্থীদের পাঠানো লেখাগুলো জেলা কমিটির মাধ্যমে ছাপানো হবে বিভিন্ন পত্রিকায় এবং অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতি মাসে যে সেরাদের সেরা হবে তাদের জন্য আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে জেলায় এনসিটিএফ এর কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সকল শিশুদের অংশ গ্রহণ নিশ্চিত হবে।

রানা প্লাজায় নিহত শ্রমিকের সন্তানদের অংশগ্রহনে এনসিটিএফ গাইবান্ধা এর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে রচনা, চিত্রাংকন, কবিতা-আবৃত্তি, দেশের গান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার অরকা হোমস্ ও হোসেনপুর মুসলিম একাডেমীতে এ প্রতিযোগিতা সমূহের আয়োজন করে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটি।
২০১৪ সালে ঢাকার সাভারের রানা প্লাজায় নিহত বিভিন্ন জেলার শ্রমিকদের সন্তান যারা রাজশাহী ওল্ড ক্যাডেট এ্যাসোসিয়েশন (অরকা) এর পরিচালিত অরকা হোমস্ এ অবস্থান ও পড়ালেখা করে। তাদের অংশগ্রহনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ক্লাসে অধ্যায়নরত অরকা হোমস্ এর ৪০ জন নিবাসী ছাত্র ও ছাত্রী এতে অংশগ্রহন করে।
পরে এনসিটিএফ সহ-সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অরকা হোমস্ এর পরিচালক মো. জাহিদুল ইসলাম অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এনসিটিএফ গাইবান্ধা এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলা ভলান্টিয়ারদ্বয় এসময় উপস্থিত ছিলেন।

এনসিটিএফ শরীয়তপুর এর নতুন কমিটির প্রথম এবং ফেব্রুয়ারি মাসের মাসিক সভা

১৭-০২-২০১৮ তারিখ এনসিটিএফ শরীয়তপুর এর সচিবলায় অনুষ্ঠিত হলো এনসিটিএফ শরীয়তপুর এর নতুন কমিটির প্রথম এবং ফেব্রুয়ারি মাসের মাসিক সভা। সবাইকে স্বাগত জানিয়ে সভায় সভাপতিত্ব করেন সভাপতি সাজিদুল ইসলাম সাহেদ।

# সভায় আলোচ্য বিষয়:
১. শহীদদের প্রতি সম্মান জানাতে জেলা শহীদ মিনারে শহীদ দিবসে পুষ্পস্তবক অর্পণ।
২. বই মেলায় এনসিটিএফ শরীয়তপুর এর নিজস্ব স্টল।

# সিদ্ধান্ত:
১. ২১ শে ফেব্রুয়ারি ভোরে শহীদদের প্রতি সম্মান জানাতে জেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
২. ৩ দিন ব্যাপি বই মেলায় এনসিটিএফ শরীয়তপুর এর নিজস্ব স্টল থাকবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, এনসিটিএফ শরীয়তপুর এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সাধারন সদস্য, শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ শাহিন উদ্দিন এবং এনসিটিএফ শরীয়তপুর এর প্রথম কমিটির সভাপতি রাফসান জানি।

[ঐশি, শিশু সাংবাদিক]

কুড়িগ্রামের চিলমারীতে যুব সদস্যদের সাথে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স সদস্যদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারীতে যুব সদস্যদের সাথে কুড়িগ্রাম জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স সদস্যদের ত্রৈ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ই ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সকালে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় সংস্থাটির উপজেলা ট্রেনিং সেন্টারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এ প্রকল্পটিতে অর্থায়ন করেছে সিডা। এতে চিলমারী, রৌমারী ও রাজিবপুর মিলে ৩টি উপজেলার মোট ১৪টি ইউনিয়নের ২৬ জন যুব ফোরামের সদস্য এবং কুড়িগ্রাম জেলার এনসিটিএফ এর ৫ জন সদস্য অংশগ্রহণ করে। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমি কর্মকর্তা এস. এম. এ বকর, কুড়িগ্রাম সমাজসেবা অধিদপ্তরের প্রজেক্ট অফিসার বাদশা মিয়া প্রমূখ।

এস, এম আশিকুর রহমান
চিলমারী, কুড়িগ্রাম

এনসিটিএফ শরীয়তপুর এর দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা সম্পন্ন

০৯ ফেব্রুয়ারি ২০১৮ সম্পন্ন হয় এনসিটিএফ শরীয়তপুর এর দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা। সভায় সভাপতিত্ব করেন সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম শুভ। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিন, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আলমগির হোসেন। চিপ রিপোর্টার আমিনুল রুদ্রবার্তা, জেলা মহিলা আওয়ামীলীগ এর যুগ্ন আহবায়ক সাবিনা ইয়াসমিন ও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাতেমা আক্তার শিল্পী, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা।

নির্বাচন কমিটিতে ছিলেন,

রিটার্নিং অফিসার: মোঃ শাহীন উদ্দিন,

নির্বাচন কমিশনার: আমিনুল ইসলাম (সদ্য সাবেক শিশু সাংবাদিক)

সহ নির্বাচন কমিশনার : (১) সুমাইয়া শারমিন (উপদেষ্টা), (২) বায়েজিদ (উপদেষ্টা)

পোলিং অফিসার : 

(১) ঝুমুর আক্তার তন্বি (জেলা ভলান্টিয়ার)

(২) আসিফ ইকবাল (জেলা ভলান্টিয়ার) 

এ ছাড়া উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন।

সারা দিন জমকালো নানা কার্যক্রমের মাধ্যমে অবশেষে এনসিটিএফ শরীয়তপুর কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

নির্বাচিত কমিটির তালিকা :

১. সভাপতি : সাজেদুল ইসলাম সাহেদ।

২. সহ সভাপতি : লামিয়া সানজিদা।

৩. সাধারণ সম্পাদক : সাইদুল ইসলাম শুভ।

৪. যুগ্ন সাধারণ সম্পাদক : নাদিয়া ইশরাত ইলা।

৫. সাংগঠনিক সম্পাদক : নাজমুল হাসান ইমন।

৬.শিশু সাংবাদিক ছেলে: ইশতিয়াক আহমেদ ইভান।

৭.শিশু সাংবাদিক মেয়ে : ঐশি আক্তার।

৮.শিশু গবেষক ছেলে : বায়জিদ খান।

৯.শিশু গবেষক মেয়ে : শ্রাবনী আক্তার রাণী।

১০. চাইল্ড পার্লামেন্ট মেম্বার ছেলে : মাহমুদ হাসান সাজ্জাদ।

১১. চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেয়ে : আফিয়া আক্তার ইশা।

[আমিনুল ইসলাম, সাবেক শিশু সাংবাদিক]

অনুষ্ঠিত হল এনসিটিএফ ময়মনসিংহ জেলার ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ ময়মনসিংহ জেলার ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মেহেদী জামান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ময়মনসিংহ জেলা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সেন্ট্রাল ভলান্টিয়ার শামীম আহমেদ ও ফয়সাল রনি, এনসিটিএফ ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি সহ সাবেক কমিটির সদস্য, সধারন সদস্য এবং ৬৯ জন এনসিটিএফ ভোটার উপস্থিত ছিলেন।

এনসিটিএফ ঝিনাইদহ জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আয়ুব হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম ইমন, ডিভি এনসিটিএফ ঝিনাইদহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা এনসিটিএফ এর সভাপতি সোয়াদ আহম্মদ ইয়াসিন।

এনসিটিএফ শেরপুর জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে “আসুন, অসহায় শিশুদের মুখে উষ্ণতা ছড়িয়ে দিই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় ‘শীতবস্ত্র বিতরণ-২০১৮’ কর্মসূচী। শেরপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৪০জন শিশুর হাতে তুলে দেয়া হয় শীত নিবারণের জন্য কম্বল। উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর জেলার সভাপতি দুর্জয় সরকার তীর্থ, সম্পাদক অরিত্র চন্দ্র ঝলক, শিশু সাংবাদিক রজত সাহা অন্তু সহ কার্যনির্বাহী কমিটির সদস্য – আহনাফ হোসেব নাকিব, দিগন্ত সাহা, পিয়াস কর্মকার ও ওয়াহিদ রিফাত। এছাড়াও শেরপুরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী তাদেরকে কিছু সহযোগিতা করে, শিশুদের মুখে উষ্ণ হাসি ফোঁটায়।

রজত সাহা অন্তু
শিশু সাংবাদিক, এনসিটিএফ, শেরপুর।

অনুষ্ঠিত হল এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার মাসিক সভা

২৮-১২-১৭ইং তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার ডিসেম্বর মাসের মাসিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিওয়াইভি ফয়সাল আহমেদ রনি, আবুল কালাম আজাদ-লাইব্রেরীয়ান, বাংলাদেশ শিশু একাডেমী, কিশোরগঞ্জ। সভায় এনসিটিএফ এর সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন, ২০১৭ এর গাইডলাইন নিয়ে আলোচনা, ভোটার লিষ্ট তৈরি করার জন্য করণীয়, নতুন সদস্য সংগ্রহের উপর জোর আরপ এর মত আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।