খুলনা এনসিটিএফ এর পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় বরাবর স্বারকলিপি প্রদান
০৭-০৮-১৭ সকাল দশ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, খুলনা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ৬৪ জেলার ন্যায় খুলনা জেলা প্রশাসক মহাদয়ের নিকট স্বারকলিপি প্রদান করে। শিশু ধর্ষক ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে স্বারকলিপি প্রদান করা হয়। সম্প্রতি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন। বিগত জুলাই মাসে ৩২জন শিশু ধর্ষনের শিকার হয়েছে। টাঙাইলের ৯ম শ্রেণির ছাত্রী গণধর্ষের শিকার, ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা, ঢাকায় ৭বছরের শিশুকে গণধর্ষণ, চাঁদপুরের ১৫ বছরের শিশুর আত্নহত্যা, বরিশালে ১৪বছরের শিশু গণধর্ষণের শিকার, কুষ্টিয়ায় ১৩বছরের শিশু গণধর্ষণের শিকার, এমনকি ঢাকায় মাত্র ৩ বছরের শিশু এবং রাজবাড়ীতে শিশুশ্রেণির শিশু ও ধর্ষণের শিকার হয়েছে।এ বর্বরতা মধ্য যুগকেও হার মানায়।বর্তমানে শিশু ধর্ষণের এসব ঘটনায় ন্যাশনাল চিলড্রেন টাসফোর্স এর শিশুরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত ও মর্মাহত।
জেলা প্রশাসক মহাদয় যে- তিনি নিজে স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর ব্যবস্থা করবেন এবং কথা বলবেন। খুলনা এনসিটিএফ এর সভাপতি তাদের কার্যক্রম সম্পর্কে স্যারকে অবগত করেন। জেলা প্রশাসক মহোদয় বলেন – তিনি খুলনা এনসিটিএফকে সকল কাজে সার্বিক ভাবে সাহায্য করবেন। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যগণ এবং ইয়ুথ ভলান্টিয়ার মিদুল ইসলাম মৃদুল।
এইচ এম লিটন হাওলাদার
সভাপতি
খুলনা এনসিটিএফ।