এনসিটিএফ মুন্সিগঞ্জ জেলার মার্চ মাসের সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির মার্চ মাসের সভা ৫ই মার্চ জেলা শিশু একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার সভাপতি সজিব। সভায় কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারন সভা, র‍্যালী, মুখপত্র প্রকাশনা, কার্যনির্বাহী কমিটির শূন্যপদ পূরন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা বেগম এবং সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন।

শরিয়তপুর জেলা এনসিটিএফ এর মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত

০৫-০৩-২০১৭ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হল এনসিটিএফ শরিয়তপুর এর মার্চ মাসের মাসিক সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম রিমন (সভাপতি, এনসিটিএফ শরিয়তপুর)।

উক্ত সভায় মার্চ মাসের আলোচ্য বিষয় ছিল :
১. সরকারি সদর হাসপাতাল  পরিদর্শন
২. স্কুল ভিজিট ও ১ দিনের ক্যাম্পিং
৩.জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ:
১. আগামী ০৮-০৩-১৭ তারিখ সরকারি সদর হাসপাতাল এর শিশু ওয়ার্ড পরিদর্শন করা হবে।
২. আগামী ১৯-০৩-১৭ ও ২৩-০৩-১৭ পর্যায়ক্রমে শরিয়তপুর বালক ও শরিয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিজিট ও ১ দিনের ক্যাম্পিং করা হবে।
৩.আগামী ১৬ মার্চ, সকাল ৯টায় জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।

উক্ত সভায় সাইফুল ইসলাম রিমন (সভাপতি), সাইদুল ইসলাম শুভ (সাধারন সম্পাদক), আরফিন সুলতানা সিথি (যুগ্ন সাধারন সম্পাদক),আসিফ ইকবাল (সাংগঠনিক সম্পাদক), আমিনুল ইসলাম ও সুমাইয়া ইসলাম অনন্যা (শিশু সাংবাদিক), সাজেদুল ইসলাম সাহেদ  ও আয়শা আক্তার (শিশু গবেষক),সাধারন সদস্য ; সিরাজুল ইসলাম আসিফ, শামিমা কালাম শিলা, মারিয়া আফরিন সিমলা সহ জেলা ভলেন্টিয়ার; ঝুমুর আক্তার, মিঠুন খান উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার উজ্জামান।

এনসিটিএফ রংপুর জেলার বার্ষিক কর্মপরিকল্পনা সভা ২০১৭ অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী রংপুর কার্যালয়ে জেলা এনসিটিএফ এর আয়োজনে বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার ৫১ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে সুবিধাবঞ্চিত এবং মাদ্রাসার শিশুদের অংশগ্রহণের সুযোগ দেয় এনসিটিএফ।  সারাদিন ব্যাপী এই সভায় পাঁচটি গ্রুপ হয়ে আগামী একবছরের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। পাঁচটি দল থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ। মোট ২২ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ রংপুর। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন আবিদ আল মারুফ, সভাপতি, এনসিটিএফ রংপুর। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার, সভাপতি এনসিটিএফ কুঁড়িগ্রাম, জেলা ভলান্টিয়ার, অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ।

এনসিটিএফ ময়মনসিংহের মাসিক সভা অনুষ্টিত

২৮ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এনসিটিএফ ময়মনসিংহের মাসিক সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় এনসিটিএফ ময়মনসিংহের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ জেলা ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন।

উক্ত সভার আলোচ্য বিষয়:

১.১৭ই মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।

২.কার্যনির্বাহী কমিটির যে সকল সদস্য মিটিং এ অনুপস্থিত থাকে তাদের পরিবর্তন করা।

৩.পরবর্তী মিটিং এর দিন নির্ধারন করা।

সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ২০১৭ অনুষ্ঠিত

২৯ জানুয়ারি ২০১৭ এনসিটিএফ সাতক্ষীরা জেলার উদ্দ্যোগে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ২০১৭ অনুষ্ঠিত হয়। এনসিটিএফ জেলা সভাপতি শাহরিন দিশুর সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক সাইব হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শেখ আবু জাফর মো: আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা। জেলা কমিটির সদস্য ছাড়া ও জেলা এনসিটিএফ এর প্রায় শতাধিক শিশু অংশ গ্রহন করে। আগামী এক বছরের বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রফিকুল ইসলাম,নাসির উদ্দিন,জেলা ভলেন্টিয়ার আরিফুর রহমান জেমস,এনসিটিএফ এর হাসান, মামুন, রোকাইয়া, শেখ আল আকিব, সুমাইয়া, তরিকুল ইসলাম, অর্পিতা দাশ, মরিয়ম খাতুন, স্নেহা,পূাজা দাশ প্রমুখ।

এনসিটিএফ শেরপুর জেলার হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন

০৯ই জানুয়ারি রোজ সোমবার এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী সদস্যবৃন্দ তাদের মাসিক কর্ম পরিকল্পনা অনুযায়ী জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শনে যায়। জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে জানা যায় যে হাসপাতালের শিশু ওয়ার্ডে মাএ ১৪ টি বেড আছে এবং সবগুলোতেই মা ও শিশু রয়েছে এবং আরও দেখা যায় হাসপাতালের মেঝেতে আর ৬টি বেড রয়েছে । তবে এই বেডের অবস্থা অত্যন্ত শোচনীয় । হাসপাতালে রোগীদের নার্সেরা ঠিকমত সেবা দিচ্ছেন কী না জানতে চাইলে তারা বলেন যে নার্সেরা তাদের ঠিক মত সেবা দিচ্ছেন। রোগীদের মধ্যে অনেকেই অভিযোগ করেন যে হাসপাতালে ডাক্তার মাএ এক বেলা করে আসেন। কিন্তু নিয়ম অনুযায়ী ডাক্তার আসার কথা দুই বার করে । তাই  বিষয়টি কিছু নার্সেদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন এটাই এই হাসপাতালের নিয়ম যে, ডাক্তার শুধু একবারই আসবেন। পরিশেষে একজন মেডিকেল অফিসারকে এইসব বিষয় এবং নিচে বেডের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন হাসপাতালে মোট বেডের সংখ্যা ১০০টি কিন্তু রোগী ভর্তি আছে প্রায় ২৫০জন ।তিনি আরও বলেন যে হাসপাতালে একটি নতুন ভবন তৈরি করা হচ্ছে ২৫০ শয্যা বিশিষ্ঠ এবং সেটি তৈরি হয়ে গেলে আর এই সমস্যা গুলো থাকবে না। পরিশেষে বিষয়টি সঠিক গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।

মৌলভীবাজারে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং এনসিটিএফ কার্যক্রম অবহিত করার লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, মৌলভীবাজার জেলা কমিটি ও স্কুল কমিটির সাথে আজ মৌলভীবাজার জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের সাথে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এনসিটিএফ জেলা কমিটির সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে শিশু গবেষক জেনি রহমান। এরপর এনসিটিএফ’র কার্যক্রম সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে ছিল জেলা ভলান্টিয়ার রোমেনা চৌধুরী ও কামরুল ইসলাম এবং এনসিটিএফ সদস্য মাহফুজুর রহমান মাহদী।

সাংবাদিকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রথম আলোর আকমল হোসেন নিপু, সাপ্তাহিক পাতাকুঁড়ি দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, দেশ টিভি ও ভোরের কাগজের সালেহ এলাহি কুটি, দৈনিক খবরপত্রের শ ই সরকার জবলু, বাংলাদেশ সময় ও পূর্বদিকের মুজাহিদ আহমদ এবং ডিবিসি নিউজের পান্না দত্ত। এনসিটিএফের কার্যক্রমের সাথে আরো একাত্মতা পোষণ করেন বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, জিবি নিউজের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সিলেট বাণীর মশাহিদ আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিনের আলী হোসেন রাজন, মোঃ আব্দুর রব, মাধুরী মজুমদার, ফরিদ আহমেদ প্রমুখ। পরিশেষে মৌলভীবাজার জেলাকে শিশু অধিকার লংঘনমুক্ত ও শান্তিপ্রিয় একটি জেলা প্রতিষ্ঠায় সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করে সভাপতি তারেক আজিজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বৃহত্তর তবলছড়ি ক্লাবের উদ্যেগে “শিশু অধিকার বাস্তবায়ন করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই স্লোগানটি নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্মৃতি বিকাশ ত্রিপুরা, মাননীয় সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুঞ্জমনি ত্রিপুরা, সাবেক সাধারন সম্পাদক, ত্রিপুরা কল্যান ফাউন্ডেশন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তরুন সমাজসেবক মো. নজরল ইসলাম, মো. ইসহাক তালুকদার, সাধারন সম্পাদক, রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙ্গামাটি, ইমরান উদ্দীন, পরিচালক, ইয়ুথ, ছালেহ আহমদ, সভাপতি এনসিটিএফ রাঙ্গামাটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো. রবিউল ইসলাম নাঈম, আহবায়ক, এনসিটিএফ বৃহত্তর তবলছড়ি ক্লাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইকবাল হোসেন, জেলা ভলান্টিয়ার এনসিটিএফ রাঙ্গামাটি।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সরকার বছরের প্রথম দিন বাংলাদেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিছে। আজ এই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ সরকারি উদ্যেগের পাশাপাশি একটি আলাদা মাত্রা যোগ করেছে। তাই বক্তারা এনসিটিএফ এর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তারা সবসময় এনসিটিএফ এর এরুপ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভার পর বৃহত্তর তবলছড়ি ক্লাবের সদস্যদের পরিচিতি পর্ব শুরু হয় এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নড়াইল শিশু একাডেমিতে সফল ভাবে অনুষ্ঠিত হল আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ

নড়াইলে ১৯ ও ২১  ডিসেম্বর সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল জেলা এনসিটিএফ কর্তৃক আয়োজিত এবং সেভ দ্য চিলড্রেন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা সম্পর্কিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান । কর্মশালায় ৩০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল ইসলাম মিদুল, সেন্টার ইউথ ভলেন্টিয়ার সেভ দ্য চিলড্রেন। কর্মশালায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা, শিশু অধিকার, সংবাদ, সাংবাদিকতা, নিউজলেটার প্রকাশনা, সংবাদ লেখার কৌশল এবং এনসিটিএফ এর আইসিটির ক্ষেত্র সমূহ ও  শিশু সাংবাদিকতার নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়।

খুলনা জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

স্কুলের সামনে বখাটে ছেলেদের উৎপাত, স্কুলে কম্পিউটার ল্যাব থাকলেও নাই সঠিক ব্যবহার, স্কুলে অস্খাস্থ্যকর বাথরুম এমন কিছু সমস্যা নিয়ে ১৭.১২.২০১৬ তারিখ মুক্ত আলোচনার  আয়োজন করেছিল খুলনা এনসিটিএফ। মুখোমুখি অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রসাসক, (শিক্ষা ও আইসিটি), খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ. এন .এম ওয়াসিম ফিরোজ (অতিরিক্ত পুলিশ সুপার), খুলনা।  জেলা শিক্ষা অফিসার , খুলনা। জনাব ফেরদৌস ওয়াহিদ, সহকারী কমিশনার, খুলনা। জনাব মোঃ আবুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম লিটন হাওলাদার, সভাপতি, এনসিটিএফ, খুলনা । অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মিদুল ইসলাম মৃদুল। অনুষ্ঠানে শিশুরা ‍স্কুল পর্যায়ে সমসাময়িক‍ সমস্যাগুলো অথিতিদের সামনে তুলে ধরেন এবং এর প্রতিকারের উপায় জানতে চায়। অতিথিরা ধৈর্য সহকারে সকল প্রশ্ন শোনেন এবং প্রতিকারের উপায় শিশুদের  মাঝে তুলে ধরেন। এছাড়াও তারা আশ্বাস প্রদান করেন যে – এ সমস্যাগুলো   প্রতিকারে তারা দ্রুত পদক্ষেপ  গ্রহন করবেন। এছাড়াও আলোচনা করা হয় মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ কে অন্তরভূক্ত করা হবে। খুলনা এনসিটিএফ এর প্রস্তবনায় জেলা প্রশাসন হতে তাৎক্ষনিক 01778377577  নাম্বার প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে আশ্বস প্রদান করা হয় যে এই নাম্বারে ফোন করলে তাৎক্ষনিক ভাবে সমস্যার সমাধান করা হবে। আলোচনা শেষে এইচ.এস.সি পরিক্ষায় ভাল রেজাল্ট করার জন্য খুলনা এনসিটিএফের সৌজন্যে খুলনা এনসিটিএফের ৫ সদস্যকে ক্রেস প্রদান করেন  অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিরা।