নরসিংদী জেলা এনসিটিএফ শাখার বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা সম্পন্ন

অদ্য ০২-০৫-২০১৯ ইং তারিখে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী এ এনসিটিএফ নরসিংদী জেলা কর্তৃক বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ নরসিংদী জেলার সভাপতি জনাব সিমান্ত সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মোহাম্মদ ভূইয়া এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্কুল কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

সভার প্রথম ধাপে অতিথিবৃন্দ এবং সভাপতি সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, দ্বিতীয় ধাপে সদস্যরা বিনোদন মূলক কার্যক্রমে অংশ নেন এবং সর্বশেষ ধাপে সদস্যরা কয়েকটি গ্রুপে বিভিক্ত হয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এই বছরের পরিকল্পনার ব্যাপারে আলোচনা করে।
প্রথম ধাপে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব খলিলুর রহমান খান সজিব। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনাব নূর মোহাম্মদ ভূইয়া। সর্বশেষে সভাপতির বক্তব্য প্রদান করেন সীমান্ত সাহা। নরসিংদী জেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার রাকিবুল ইসলাম উক্ত সভার উপস্থাপকের দায়িত্ব পালন করেন।

উক্ত সভার দ্বিতীয় ধাপে সাধারণ-সম্পাদক সাগড় শিকদার এর নেতৃত্বে বিনোদন মুলক কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতঃপর গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে সবার মত নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রত্যেক গ্রুপের দলনেতা তাদের তাদের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে মত প্রকাশ করে এবং এর মাধ্যমে সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ সভাপতি সমাপনি বক্তব্য দিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।

সিলেট জেলা এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অদ্য ২৪-০৪-২০১৯ ইং, এনসিটিএফ সিলেট জেলা কর্তৃক বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইদুর রহমান ভুঞা (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সিলেট শিশু একাডেমি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক সালমা নুরুন্নাহার ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক দেবশ্রী দাস। সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি রায়হান উদ্দিন শিহাব। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্কুল কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব সাইদুর রহমান ভুঞা।
অতঃপর বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনাবা সালমা নুরুন্নাহার ও দেবশ্রী দাস। সর্বশেষে বক্তব্য প্রদান করেন এনসিটিএফ সভাপতি রায়হান উদ্দিন শিহাব। উপস্থাপক এর দায়িত্ব পালন করেন সিলেট জেলা এনসিটিএফ এর সহ-সভাপতি সালমা আক্তার চৌধুরী।
উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে বিনোদন মুলক কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতঃপর গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে সবার মত নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রত্যেক গ্রুপের দলনেতা তাদের তাদের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে মত প্রকাশ করে এবং এর মাধ্যমে সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এনসিটিএফ পাবনা জেলার বাল্য বিবাহ এবং মাদক বিরোধী ক্যাম্পইন

২৭ এপ্রিল এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে সকাল ১০ টায় জেলা শহরের শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ এবং মাদকবিরোধী ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনসিটিএফ বাংলাদেশের ৬৪ টি জেলায় শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচীর আওতায় এনসিটিএফ পাবনা জেলার নিজ উদ্দেগ্যে গত ফেব্রুয়ারি থেকে শুরু করেছিল উক্ত ক্যাম্পইন। সকাল ১০ টায় শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিশু বাল্য বিবাহ এবং মাদক বিরোধীসহ নিজের এবং সমাজের জন্য ক্ষতিকর দিকগুলো থেকে বিরত থাকবার শপথ পাঠ করেন। এ সময় সবাই একসাথে লাল কার্ড প্রদর্শন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মতিউর রহমান শাহ্ শিশুদের শপথ বাক্য পাঠ করান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার মোছাঃ মিথিলা খাতুন এবং আকাশ, এনসিটিএফ উপদেষ্টা হুমায়ন কবির এবং মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, চাইল্ড রাইট’স প্রমোটর (সিআরপি) উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন শান্তা, সভাপতি, এনসিটিএফ পাবনা।

নুসরাতসহ সারা দেশে শিশু ধর্ষণ, নির্যাতনের দাবিতে গাইবান্ধায় মৌন প্রতিবাদ

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা:
নুসরাতসহ সারা দেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মৌন প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোড়ে বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেনে সহযোহিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা এই মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এই সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান অন্তর, সহ-সভাপতি তাসকিনা জামান তমা, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরা ফেরদৌস, শিশু গবেষক ফররুক আহম্মেদ, শিশু সাংবাদিক সানজিনা আক্তার সোনিয়া, শিশু সাংসদ সদস্য মো. মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার শ্রাবণী রহমান ও মনির হোসেন মিলন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দিনদিন শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন বেড়েই চলেছে। পত্র-পত্রিকা খুললেই শিশু নির্যাতন এবং শিশুর প্রতি সহিংসতা খবর আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এসব নির্যাতনের খবর দেখে আমরা শিশুরা আতংকিত হয়ে পড়েছি। ২০১৮ সালের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর থেকে আমরা দেখেছি ৫২৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর এ বছর জানুয়ারি হতে মার্চ পর্যন্ত ১৪৫ জন ধর্ষণ ও ৪১৪ জন শিশু অন্যান্য নির্যাতনের শিকার হয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর প্রথম তিনমাসেই শিশু ধর্ষণ আরো বেড়েছে।
সম্প্রতি নুসরাত হত্যাকান্ড যেন মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়। নুসরাত হত্যার ভয়াবহতা ও নির্মমতা আমাদেরকে আতংকিত করে তুলেছে। আমরা দেখেছি শিশু ধর্ষণ ও শিশু নির্যাতন রোধে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় হলেও তার যথাযথ বাস্তবায়নের অভাব। আমরা ৬৪ জেলার সকল শিশুদের পক্ষ থেকে নুরসরাতসহ এ পর্যন্ত ঘটে যাওয়া সকল শিশু নির্যাতন ও ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। ধর্ষণসহ অন্যান্য নির্যাতনের শিকার শিশুদের সু-চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ করছি। ধর্ষক এবং জরিত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পরিশেষে বাংলাদেশের সকল শিশুর পক্ষ থেকে দেশে নুসরাতের হত্যাকাণ্ড, অন্যান্য শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধসহ এহেন অপরাধে জরিত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের বিনীত অনুরোধ করছি।
পরে মৌন প্রতিবাদ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে দেশজুড়ে এনসিটিএফ’র মৌন প্রতিবাদ কর্মসূচি পালন

৬৪ জেলায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনিসিটিএফ) এর উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিশু সংগঠনের শিশু ও সাংবাদিকদের অংশগ্রহণে মৌন প্রতিবাদ কর্মসূচী পালন করে। সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর ঘটতে থাকা নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে দেশজুড়ে একযোগে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুর ১২ টায় শিশুরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও কর্ম-পরিকল্পনা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বার্ষিক সাধারণ সভা ও কর্ম-পরিকল্পনা মঙ্গলবার কুড়িগ্রাম জেলা শিশু একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান (সহকারি পরিচালক) কেএম মেহেদী হাসান। 
জেলা এনসিটিএফ’র সভাপতি হাসানাত আলিমুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এসএমএ বকর, সহকারি তথ্য অফিসার এইচএম শাহজাহান মিয়া, আরডিআরএস’র প্রতিনিধি আব্দুল মমিন হোসেন প্রমুখ।
শিশু গবেষক ফারজানা ফেরদৌসীর সঞ্চালনায় সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রমের অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা ও যুগ্মসাধারণ সম্পাদক এবিএম বায়েজিদ।
সাধারণ সভায় এনসিটিএফ জেলা কমিটি ও স্কুল কমিটির সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিবীক্ষণে আগামি এক বছরের বার্ষিক কর্ম-পরিকল্পনা প্রস্তুত করেন। 

গাইবান্ধায় এনসিটিএফ এর শতভাগ সদস্য সংগ্রহ কর্মসূচি

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা:

জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করার জন্য শতভাগ সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গত (১১ এপ্রিল), বৃহস্পতিবার সকালে দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ এর শতভাগ সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ  
এসময় এনসিটিএফ জেলা কমিটি এর সদস্যরা উক্ত বিদ্যালয়ে শিশু সুরক্ষায় কমিটি গঠন করে এবং সেখানে ১০৩৩ জন শিক্ষার্থী এনসিটিএফ এর সদস্য ফরম পূরন করে। এদের মধ্যে ছেলে ৫৬৭ জন ও মেয়ে ৪৬৬ জন।
শিক্ষার্থীদেরকে এনসিটিএফ এর কার্যক্রম সর্ম্পকে ধারনা দেয়া হয়, শিশু অধিকার সনদ, শিশুদের মৌলিক অধিকার সর্ম্পকে বলা হয়, শিশু সুরক্ষা, ইভটিজিং, বালবিবাহ, মাদক দ্রব্যসহ বিভিন্ন সচেতনামূলক কার্যক্রমের করনীয়, সমস্যা সমধান, কুফল সর্ম্পকে অভিহিত করা হয় এবং জেলার সর্বশেষ শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি মোঃ মেহেদী হাসান অন্তর, সহ-সভাপতি তাসকিনা জামান তমা, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, যুগ্ম সাধারন সম্পাদক মনিরা ফেরদৌস, শিশু গবেষক ছনিয়া, শিশু সাংবাদিক রোহান, শিশু সাংসদ সদস্য মেহেদী হাসান, জ্যোতি, সাবেক সভাপতি মশিউর রহমান, জেলা ভলান্টিয়ার মনির হোসেন মিলন, শ্রাবনী রহমান, তাওহীদ তুষার প্রমুখ।

পরিশেষে বলা যায় আগামী তিন মাস গাইবান্ধায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিটিএফ এর শতভাগ সদস্য সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে। 

সুনামগঞ্জ এনসিটিএফ এর এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ৮ এপ্রিল, ২০১৯ রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ এনসিটিএফ এর সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন। 
১৪ ই এপ্রিল নববর্ষে মঙ্গল শোভাযাত্রায় কার্যনির্বাহী কমিটির এবং সাধারণ সদস্যদের এনসিটিএফ এর ব্যানারসহ উপস্থিতি, ১৫ ই এপ্রিল শিশু আনন্দ মেলায় স্টল প্রদর্শন এবং ১৯শে এপ্রিল বাংলাদেশ শিশু একাডেমি কতৃক আয়োজিত শিক্ষা সফরে এনসিটিএফ এর অংশগ্রহন ছিল এ মাসের প্রধান আলোচ্য বিষয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব বাদল চন্দ্র বর্মন। তিনি সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাটি সমাপ্ত করেন।

গাইবান্ধায় শিশু সুরক্ষায় এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা:

জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে স্কুল পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করার জন্য সদস্য সংগ্রহ ও শিশু সুরক্ষায় কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গত (২৭ মার্চ), বুধবার সকালে নিউটন প্রিপারেটরী স্কুলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদস্য সংগ্রহ কার্যক্রমের শুরুতে এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা প্রত্যেক শ্রেণিতে এনসিটিএফ এর কার্যক্রম ও জেলার সর্বশেষ শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরে। পরে আগ্রহী ১২৫ জন শিশু শিক্ষার্থী এনসিটিএফ এর সাধারণ সদস্য ফরম পূরণ করে। পরে আগ্রহী শিশুদের মধ্য হতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ১১ সদস্যের শিশু সুরক্ষা স্কুল কমিটি গঠন করা হয়। এ সময় সহযোগিতা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক সুকমল সরকার লিটন।
নির্বাচিত সদস্যদেরকে এনসিটিএফ এ তাদের ভুমিকা ও কার্যক্রম, শিশু অধিকার সনদ সম্পর্কে ধারনা দেয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি মোঃ মেহেদী হাসান অন্তর, সহ-সভাপতি তাকিনা জামান তমা, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, যুগ্ম সাধারন সম্পাদক মনিরা ফেরদৌস, শিশু গবেষক ফরুখ আহমেদ, শিশু সাংসদ সদস্য মো. মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার মনির হোসেন মিলন ও শ্রাবনী রহমান প্রমুখ।

এনসিটিএফ মৌলভীবাজার জেলার বার্ষিক সাধারণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

২৩ই মার্চ ২০১৯  সকাল ১০:০০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলার বার্ষিক সাধারণ ও কর্ম-পরিকল্পনা সভা বাংলাদেশ মৌলভীবাজার শিশু একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়। জেলা এনসিটিএফ সভাপতি দ্বীপ্র ধর অর্ঘ্য এর সভাপতিত্বে এবং জেলা ভলান্টিয়ার সমরিতা পাল ঐশী এর সঞ্চালনায় কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মুহিবুর রহিমান মুহিব, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা ইয়াহিয়া মুজাহিদ, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা রায়। এসময় এনসিটিএফ জেলা কমিটি সদস্য সহ ৩৫ জন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরান ও গীতা পাঠে মধ্য দিয়ে সভার কর্যক্রম শুরু হয়। সভার সূচনায় সভাপতি এনসিটিএফ সম্পর্কে ও এনসিটিএফ এর কাজ সম্পর্কে সকলে অবগত করেন। এর পর সাধারণ সম্পাদক পারভীন আক্তার গত এক বছরের এনসিটিএফ মৌলভবাজার জেলার কার্যক্রম বর্ণনা করেন, এছাড়াও শিশুদের কল্যানে নানামুখি কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এনসিটিএফ সদস্য পাবেল আহমদে ও শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান। বক্তব্যের পর কৌতুক,কবিতা আবৃত্তি ও মাদকের কুফল সম্পর্কে অভিনয় করে দেখান মিলি ও ইমাদ।
এর পর শুরু হয় বার্ষিক কর্মপরিকল্পনা সভা। এতে সদস্যরা চারটি দলে ভাগ হয়ে আগামী এক বছরে শিশুদের জন্য কি কাজ করা যায় তা রংগিন কাগজে লিখে সকলের নিকট উপস্থাপন করে।সকলের মতামতের ভিত্তিতে আগামি এক বছরের জন্য কর্ম-পরিকল্পনা তৈরি করা হয়। 
বার্ষিক সাধারণ ও কর্ম-পরিকল্পনা সভায় উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মৌলভীবাজার জেলাকে একটি শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি দ্বীপ্রধর অর্ঘ্য।