Posts

শিশুদেরকে মৌসুমী ফলের স্বাদ দিল এনসিটিএফ বগুড়া

আবীদ শাহরিয়ারঃ

৩০ মে সোমবার এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যদের নিজস্ব উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদেরকে মৌসুমী ফল খাওয়ানোর উদ্দেশ্যে একটি অনুষ্ঠান আয়োজনের করা হয় ।

13310507_841269462684017_8750589706644408163_n
অনুষ্ঠানটি বগুড়া জুবলী ইনস্টিটিউট (শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়) এর শিশুদের নিয়ে করা হয় । এখানে ১৫০ জন শিশুকে তরমুজ খাওয়ানো হয় । সব শিশুদের সহযোগিতায় সুন্দর ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।
এ সময় এনসিটিএফ বগুড়া এর সভাপতি নুরজাহান পুষ্প, সাধারণ সম্পাদক আবীদ শাহরিয়ার, শিশু গবেষক আফসানা সাদিয়া মরিয়ম ও মেহরাব হোসেন তানভীর সহ অন্যান্য সদস্যগণ এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন সম্পন্ন

জাওয়াদুল করিম জীসানঃ ২২জানুয়ারি শুক্রবার এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন-২০১৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

শিশু একাডেমির এনসিটিএফ কক্ষে ভোট গ্রহণ শুরু হয় ঠিক সকাল ৯টায়।ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত।ভোটারদের আনোগোনায় শিশু একাডেমি চত্বরে এক উৎসবের আমেজ বিরাজ  করে।ভোটাররা লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করে।এবার ১১টা পদের বিপরীতে ২১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।সর্বমোট ভোটার ছিল ৫২০ জন।

নির্বাচন শেষে ফলাফল গণনা হয়।এসময় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সকল প্রার্থী উপস্থিত ছিলেন।পরে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।নির্বাচনের খবর বাংলাদেশ বেতার এবং প্রাইভেট রেডিও চ্যানেল রেডিও টু ডে প্রচারিত হয়।

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ বগুড়ার নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ

১.সভাপতিঃ নূর জাহান পুষ্প
২.সহ-সভাপতিঃ শাহরিয়ার আহমেদ সেতু
৩.সম্পাদকঃ আবীদ শাহরিয়ার
৪.যুগ্ম সাধারণ সম্পাদকঃ নুশাইবা লামিয়া ঐশী
৫.সাংগঠনিক সম্পাদকঃ মাইমুনা আক্তার রিমকি
৬.শিশু সাংবাদিক (ছেলে)ঃ শেখ রিশাদ-উল-আরব
৭.শিশু সাংবাদিক (মেয়ে)ঃ সুবাইতা মারিয়া শৈলী
৮.শিশু গবেষক (ছেলে)ঃ মেহরব হোসেন তানভীর
৯.শিশু গবেষক (মেয়ে)ঃ আফসানা সাদিয়া মরিয়ম
১০.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(ছেলে)ঃ সামিউল ইসলাম
১১.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(মেয়ে)ঃ আইনান তাজরীয়ান

এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাওয়াদুল করিম জীসানঃ২১জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

বগুড়া এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোপাল চন্দ্র সরকার,জেলা শিক্ষা অফিসার,বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য শংকর,বার্তা সম্পাদক,করতোয়া, শাহ মো: ইসাহাক আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমী, বগুড়া এবং লোটাস চিসিম, সিনিয়র এডিপি ম্যানেজার,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া।

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

অনুষ্ঠানের শুরুতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী স্বাগত বক্তব্য দেন। এরপর এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা ও এনসিটিএফ এর গত ২বছরের কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।এরপর অতিথিরা দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।আলোচনা শেষে এনসিটিএফ সাধারণ সদস্যদের নিয়ে ২০১৬-১৭এর এনসিটিএফ বগুড়ার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এসময় এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।