Posts

এনসিটিএফ লক্ষ্মীপুর জেলার স্কুল কমিটি গঠন।

আজ ২৮-১০-২০১৫ তারিখে  এন.সি.টি.এফ এর সদস্য বৃন্দ লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে  এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন করার জন্য কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়ে মোট ১০ টি ক্লাসে এনসিটিএফ কী?এর উদ্দেশ্য, শিশু অধিকার,বাল্য বিবাহ ও শিশুদের মানবাধিকার সম্পরকে ধারনা দেয় হয় কলেজিয়েট  স্কুলের শিক্ষাত্রিদের মধ্যে।এর পর ২১৩ জন সদস্যদের  মাঝে  নির্বাচন করে এবং ১১ জনের স্কুল কমিটি গঠন  করা হয়।বিদ্যলয়ের সবাই এনসিটিএফ সম্পরকে খুব উৎসাহি  ছিল, এবং উপস্থিত প্রায় সবাই এনসিটিএফ এর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে।