Posts

শিশুদেরকে মৌসুমী ফলের স্বাদ দিল এনসিটিএফ বগুড়া

আবীদ শাহরিয়ারঃ

৩০ মে সোমবার এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যদের নিজস্ব উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদেরকে মৌসুমী ফল খাওয়ানোর উদ্দেশ্যে একটি অনুষ্ঠান আয়োজনের করা হয় ।

13310507_841269462684017_8750589706644408163_n
অনুষ্ঠানটি বগুড়া জুবলী ইনস্টিটিউট (শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়) এর শিশুদের নিয়ে করা হয় । এখানে ১৫০ জন শিশুকে তরমুজ খাওয়ানো হয় । সব শিশুদের সহযোগিতায় সুন্দর ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।
এ সময় এনসিটিএফ বগুড়া এর সভাপতি নুরজাহান পুষ্প, সাধারণ সম্পাদক আবীদ শাহরিয়ার, শিশু গবেষক আফসানা সাদিয়া মরিয়ম ও মেহরাব হোসেন তানভীর সহ অন্যান্য সদস্যগণ এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন সম্পন্ন

জাওয়াদুল করিম জীসানঃ ২২জানুয়ারি শুক্রবার এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন-২০১৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

শিশু একাডেমির এনসিটিএফ কক্ষে ভোট গ্রহণ শুরু হয় ঠিক সকাল ৯টায়।ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত।ভোটারদের আনোগোনায় শিশু একাডেমি চত্বরে এক উৎসবের আমেজ বিরাজ  করে।ভোটাররা লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করে।এবার ১১টা পদের বিপরীতে ২১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।সর্বমোট ভোটার ছিল ৫২০ জন।

নির্বাচন শেষে ফলাফল গণনা হয়।এসময় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সকল প্রার্থী উপস্থিত ছিলেন।পরে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।নির্বাচনের খবর বাংলাদেশ বেতার এবং প্রাইভেট রেডিও চ্যানেল রেডিও টু ডে প্রচারিত হয়।

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ বগুড়ার নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ

১.সভাপতিঃ নূর জাহান পুষ্প
২.সহ-সভাপতিঃ শাহরিয়ার আহমেদ সেতু
৩.সম্পাদকঃ আবীদ শাহরিয়ার
৪.যুগ্ম সাধারণ সম্পাদকঃ নুশাইবা লামিয়া ঐশী
৫.সাংগঠনিক সম্পাদকঃ মাইমুনা আক্তার রিমকি
৬.শিশু সাংবাদিক (ছেলে)ঃ শেখ রিশাদ-উল-আরব
৭.শিশু সাংবাদিক (মেয়ে)ঃ সুবাইতা মারিয়া শৈলী
৮.শিশু গবেষক (ছেলে)ঃ মেহরব হোসেন তানভীর
৯.শিশু গবেষক (মেয়ে)ঃ আফসানা সাদিয়া মরিয়ম
১০.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(ছেলে)ঃ সামিউল ইসলাম
১১.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(মেয়ে)ঃ আইনান তাজরীয়ান

এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাওয়াদুল করিম জীসানঃ২১জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

বগুড়া এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোপাল চন্দ্র সরকার,জেলা শিক্ষা অফিসার,বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য শংকর,বার্তা সম্পাদক,করতোয়া, শাহ মো: ইসাহাক আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমী, বগুড়া এবং লোটাস চিসিম, সিনিয়র এডিপি ম্যানেজার,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া।

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

অনুষ্ঠানের শুরুতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী স্বাগত বক্তব্য দেন। এরপর এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা ও এনসিটিএফ এর গত ২বছরের কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।এরপর অতিথিরা দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।আলোচনা শেষে এনসিটিএফ সাধারণ সদস্যদের নিয়ে ২০১৬-১৭এর এনসিটিএফ বগুড়ার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এসময় এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

NCTF raise concern for health facilities

NCTF members visited Government Mohamad Ali Hospital in Bogra on 2 December 2015. They submitted a written complain to Dr. Moammad Akbar, Director of Hospital, after their monitoring visit .Different problems including lack of bed, food and treatment by trainee nurse were the major problem identified through this visit. In addition unhygienic environment and more other irregularities observed in the children ward. The director promised NCTF to take the possible action to remove the problem.


বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল এনসিটিএফ বগুড়া

০২ ডিসেম্বর বুধবার বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া।হাসপাতালের শিশু ওয়ার্ডে এনসিটিএফ টিমের কাছে রোগীরা বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরে।

শিশু ওয়ার্ডে বরাদ্দকৃত বেডের সংখ্যা মাত্র ২০। তারা অভিযোগ করেন শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে বেড পায় এমন রোগীর সংখ্যা খুবই কম। কমপক্ষে ১-২ দিন বারান্দায় কিংবা ওয়ার্ডের মেঝেতে থাকার পর বেড নিতে হয় তাদের।অদক্ষ শিক্ষানবিশ নার্সদের দিয়ে শিশুদের বিভিন্ন ইঞ্জেকশন থেকে শুরু করে ক্যানোলা সহ বিভিন্ন সেবা দেয়া হয়।ওয়ার্ডের ভিতরে বেডের আশেপাশে এবং বারান্দায় অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে অবস্থা দেখা যায়। ওয়ার্ডে ও বিভিন্ন বেডে বিড়ালের বিচরণ ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।তারা অভিযোগ করেন রাতের খাবার বিকেল ৫টায় দেয়া হয় যা পরবর্তী সকালের দেয়া খাবারের সাথে ১৫ ঘন্টার ব্যবধান হয়ে যায়।

পরে এসব অভিযোগগুলো লিখিত আকারে হাসপাতালটির তত্বাবধায়ক ডা. শেখ মোঃ আবরাব হোসেন এর কাছে তুলে ধরে এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।কিছু অভিযোগ শিকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান, এবং এনসিটিএফ এর এমন কাজকে সাধুবাদ জানান হাসপাতালটির তত্বাবধায়ক।

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫

গত ১১ই অক্টোবর থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫ নানান কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে ।এনসিটিএফ বগুড়া এবং বাংলাদেশ শিশু একাডেমী বগুড়ার যৌথ আয়োজনে  এবং ওয়ার্ল্ড  ভিশন,বগুড়া এডিপির সহযোগিতায়  ১৩ অক্টোবর ২০১৫ বিকাল-৩টায় শিশু একাডেমী কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বগুড়া জিলা স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকাল-৪টায় জেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক   অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী এর সঞ্চালনায় ও এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের  সম্মানিত প্রশাসক জনাব ডাঃ মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ হোসেন আলী, গবেষণা কর্মকর্তা ,জেলা শিক্ষা অফিস ,বগুড়া ফারজানা হক শারমিন ও সিনিয়র এডিপি ম্যানেজার ,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া জনাব লোটাস চিসিম।শুরুতেই বক্তব্য রাখেন এনসিটিএফ,বগুড়ার  সভাপতি জাওয়াদুল করিম জীসান।এসময় এনসিটিএফ কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, সামিউল ইসলাম, পারমিতা ভট্টাচার্য্য স্বর্ণা, নূর জাহান পুস্প, মাইমুনা আক্তার রিমকি ,সাদিয়া আক্তার, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ ও মোহ্না আক্তার এরপর এনসিটিএফ এর শিশুরা মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশণ করে।

 

Submission of Memorandum to turn Shisu Academy into Child Bureau

Jaouadul Karim Jishan: ON 1st October 2015 National Children’s Task Force (NCTF) Bogra submitted memorandum to the honorable state minister of Child Ministry through Deputy Commissioner of Bogra. The memorandum was sign by the children and guardians. All NCTF committee members were present  there at the time of submission of memorandum.


 

শিশু একাডেমিকে শিশু বিষয়ক অধিদপ্তর করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান

জাওয়াদুল করিম জীসানঃ০১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায়  বাংলাদেশ শিশু একাডেমীকে “ শিশু বিষয়ক অধিদপ্তর ” এ রুপান্তর করণের দাবী জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্র্রনালয় এর মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসক বগুড়া মহোদয়ের কাছে শিশু ও অভিভাবকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।এসময় স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃখোরশেদ আলম।এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান,শিশু সাংবাদিক পারমিতা ভট্টাচার্য্য স্বর্না, শিশু সাংসদ নূর জাহান পুষ্প, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সেতু এবং জেলা ভলান্টিয়ার মোহনা আক্তার।

 

NCTF Bogra completed their monthly meeting

Jaouadul Karim Jishan: On 30th September 2015, National Children’s Task Force (NCTF) Bogra arranged their monthly meeting and took some decision for work further.

The issues that they discussed and planed in the meeting were:

  • We will arrange a drawing competition on 13th October with autistic children.
  • On 17th October we (NCTF members) will visit the Government Mohammod Ali Hospital child ward.
  • On 21th October we will visit Bogra Yakubia Girls’ High School for set up a School NCTF Committee

  • এনসিটিএফ বগুড়ার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

জাওয়াদুল করিম জীসানঃ৩০শে সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৪টায়  বাংলাদেশ শিশু একাডেমি বগুড়ার এনসিটিএফ কার্যালয়ে এনসিটিএফ বগুড়ার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে বগুড়া জেলা এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান সভাটি শুরু করেন। বার্ষিক কর্মপরিকল্পনা বের করে কাজ গুলোর অগ্রগতি ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সভায় ৩টি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।সেগুলো হলঃ

  • ১.শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে আগামী ১৩ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন।
  • ২.আগামী ১৭ই অক্টোবর বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের শিশু ওয়ার্ড পর্যবেক্ষণ।
  • ৩.আগামী ২১শে অক্টোবর বগুড়া ইয়াকুবিয়া স্কুলে এনসিটিএফ স্কুল কমিটি গঠন।
  • এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শাহ মোঃ ইসাহাক আলী। এছাড়াও এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন

জাওয়াদুল করিম জীসানঃ স্কুল ভিত্তিক এনসিটিএফ টিম গঠনের লক্ষ্যে এবার উত্তরবঙ্গের সেরা বিদ্যাপিঠ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রভাতী এবং দিবা উভয় শাখার ছাত্রীদের প্রাত্যহিক সমাবেশে এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বগুড়া জেলার সভাপতি জাওয়াদুল করিম জীসান।

এসময় ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব রাবেয়া খাতুন এবং সকলকে এনসিটিএফ এর সদস্য হওয়ার জন্য আহবান জানান।পরে প্রত্যেক শ্রেনি কক্ষে এনসিটিএফ এর ফর্ম বিতরণ করে এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরা। অচিরেই এসব ফর্ম সংগ্রহ করে স্কুল কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

উপযুক্ত পারিশ্রমিক পায় না শিশু শ্রমিকরা

 জাওয়াদুল করিম জীসান: সকাল ৯টা থেকে দীর্ঘ ১২ ঘন্টা পরিশ্রম করেও উপযুক্ত পারিশ্রমিক পায় না বগুড়ার প্রেস পট্টির শিশু প্রেস শ্রমিকরা।বড়দের মত একই পরিশ্রম অথবা কখনো অধিক পরিশ্রম করেও শিশু শ্রমিকরা পায় না সম পরিমান পারিশ্রামিক।

সরেজমিনে ঘুরে বেশ কিছু শিশু শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, শহরের শাপলা মার্কেট ও প্রেস পট্টির শিশু প্রেস শ্রমিক প্রায় দু’শো।এদের অধিকাংশের বয়স ১২-১৬ বছর।এরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সপ্তাহে মাত্র ৭০টাকা,মাসে ২৫০ টাকায় শ্রম দেয়।অথচ একই পরিশ্রম ও সময়দানকারী বড় শ্রমিকরা পায় এদের তুলনায় ৫-৭ গুন পারিশ্রমিক।ফলে উপযুক্ত পারিশ্রমিক থেকে অমানবিক ভাবে বঞ্চিত হচ্ছে এসব শিশু শ্রমিকরা।

সুদূর গাইবান্ধা থেকে এসে কাজ করা শিশু শ্রমিক রনি(১২)জানায় তার সাপ্তাহিক বেতন ৭০ টাকা।এক কাগজের দোকানে কাজ করে সে।একই দোকানে একই কাজের বড় এক শ্রমিকের মাসিক বেতন ২,৫০০ টাকা।শুধুমাত্র ছোট বা শিশু হবার কারনে তাকে এত অল্প পারিশ্রমিক দিয়ে থাকেন মহাজন।অথচ তাকে কাজ করতে হয় তুলনামুলক বেশি।

শাপলা মার্কেটের  শিশু শ্রমিক মিলন(১১) জানায় প্রতিদিন সকালে এসেই মেশিন ও ঘর পরিষ্কার,সারা দিন মেশিন চালকের সহযোগি হয়ে কাজ,দুপুরের রোদে প্রেস পট্টি থেকে চারমাথা এলাকার মহাজনের বাড়ীতে গিয়ে খাবার আনা সহ সার্বক্ষণিক ব্যস্ত এ শিশুটির মাসিক বেতন মাত্র ৩৫০ টাকা।অথচ অন্যান্য বড় শ্রমিকদের মাসিক বেতন ২০০০/৩০০০টাকা।এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেস শ্রমিকের কাছে জানা যায় ছোট শিশু শান্ত ও অল্পেই তুষ্ট থাকায় শিশু শ্রমিকরা এর কোন প্রতিবাদ করেনা।ফলে এমন অসম পারিশ্রমিক ব্যবস্থা থেকেই যাচ্ছে।“এত অল্প টাকায় কেন কাজ কর বা অন্যান্যদের মত বেশি টাকা দাবি করোনা কেন?”এমন প্রশ্নের উত্তরে শিশু শ্রমিক মাসুদ(১৩) জানায়,“বেশি চাইলেই মহাজন ক্ষেইপা যাবি,কাজেত্থেকা বাদ দিবি বলে ভয় দেখায়।মহাজন কয়,না পোষালে চলে যা।কিন্তু কাজ তো করা লাগবিই,তাই করি।” শাপলা মার্কেটের  এই শিশু শ্রমিক আরও জানায়,বেশি কাজ থাকলে রাতে অভারটাইম কাজ হয়।কখনও রাত ১-২টা পর্যন্ত মেশিন চলে।কিন্তু অতিরিক্ত কাজ করলে বড় শ্রমিকদের বেশি টাকা দেয়া হলেও তারা পায় না।মহাজনকে বললে কাজে ভুল করা,কাজ না করা,এক দিন না আসা,দেরিতে আসা,ছোটখাটো ক্ষতি সহ নানান দোহাই দিয়ে পার করে দেয়।তাই পরবর্তীতে আর কোনদিন চাওয়ার সাহস পাওয়া যায় না।

এদিকে ১৮ বছরের কম বয়সী হওয়ার কারনে প্রেসপট্টি শ্রমিক সমিতির সদস্য না হওয়ায় এরা কোন দাবি ,প্রতিবাদ বা চাহিদা জানাতে পারে না।ফলে সমপরিমাণ পারিশ্রমিক পায় না।আর বড় শ্রমিকরাও অসচেতন থাকায় এদের জন্যে কোন দাবিও ওঠে না।তৈরি হয় না কোন নীতি নির্ধারনী।অপর দিকে শ্রমিক সংগঠনের সদস্য হওয়া শ্রমিকরা আহত বা অসুস্থ হওয়া ও অন্যান্য প্রয়োজনে সমিতি থেকে আর্থিক সহযোগিতা পেলেও এরা তা থেকেও বঞ্চিত।অথচ তুলনামুলকভাবে শিশু শ্রমিকরাই বেশি অসুস্থ বা আহত হয়ে থাকে।এত কম পারিশ্রমিকের ব্যাপারে কথা বললে বেশ ক’জন বড় শ্রমিক জানায়,“ছোটদের বেতন বাড়ানো তো দূরের কথা ,বেশির ভাগ মালিকই শিশু শ্রমিক নিতেই বেশি আগ্রহী হয় কম বেতন দেওয়ার জন্যে।তারা দেখেনা সে কতটুকু পরিশ্রম করল,দেখে তাদের বয়স।”

প্রেস শ্রমিক সমিতির নব নির্বাচিত সভাপতিকে শ্রমিকদের এমন বৈষম্যের কথা জানালে তিনি তা স্বীকার করে বলেন,সত্যিই শিশু শ্রমিকরা বড়দের সমান অথবা কখনও বেশি পরিশ্রম ও সময় দেয়,কিন্তু মহাজনরা তাদের উপযুক্ত টাকা দেয় না।আর সমিতির সদস্য না হওয়ার কারণে তাদের অধিকারের ব্যাপারেও কেউ কোন মুখ খুলেনা।তাদের মজুরি সমান হওয়া উচিত।তিনি আরও জানান,শিশু শ্রমিকদের এ ব্যাপারে অচিরেই তারা ব্যবস্থা নেবেন এবং শিশু শ্রমিকদেরও সমিতির সদস্য পদ দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।তাঁর সাথে কথা বলে জানা যায়,শ্রমিক সমিতির নিবন্ধনকৃত সদস্য সংখ্যা প্রায় ৫’শ।সকল বিভাগ মিলে মোট শ্রমিক সংখ্যা প্রায় ১৫০০ জন।এর মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা চার ভাগের এক ভাগেরও বেশি।এই শিশু শ্রমিকরা কি তাহলে পাবে না তাদের ন্যায্য পারিশ্রমিক?

বগুড়ায় জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করল এনসিটিএফ এর প্রতিনিধি দল

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের সাথে দেখা করতে যায় বাংলাদেশ সরকারের একমাত্র শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স বগুড়া শাখার প্রতিনিধিরা।এসময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় তারা।

বগুড়া জেলা শিশু অধিকার পরিস্থিতি ও এনসিটিএফ এর কার্যক্রম তুলে ধরা হয় এই সাক্ষাতকারে।এসময় জেলা প্রশাসকের হাতে জাতিসংঘ শিশু অধিকার সনদ এর ৫ম বিকল্প প্রতিবেদনের সুপারিশ সমূহের কপি তুলে দেন বগুড়া জেলা এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান।

জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন এনসিটিএফ এর সব কার্যক্রমের প্রশংসা করেন এবং সবসময় শিশুদের পাশে থাকবেন বলে আশ্বসস্থ করেন।

এসময় উপস্থিত থেকে সবার সাথে মত বিনিময় করেন এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর এছাড়াও এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রাকিবুল হাসান, আফরোজা সরকার টিসা, সামিউল ইসলাম, পারমিতা ভট্টাচার্য্য স্বর্ণা, নূর জাহান পুস্প, মাইমুনা আক্তার রিমকি ,সাদিয়া আক্তার, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।