”জাতিসংঘ শিশু অধিকার সনদ”এর ২৫ বছর পূর্তি উপলক্ষে শিশু অধিকার বিষয়ক মত বিনিময় সভা করল এনসিটিএফ ঢাকা জেলা

“জাতিসংঘ শিশু অধিকার সনদ”এর ২৫ বছর পূর্তি উপলক্ষে শিশু অধিকার বিষয়ক মত বিনিময় সভা করল এনসিটিএফ ঢাকা জেলা।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঢাকা জেলার উদ্যোগে ২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে “জাতিসংঘ শিশু অধিকার সনদ”এর ২৫ বছর পূর্তি উপলক্ষে শিশু অধিকার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক জনাব তোফাজ্জল হোসেন মিয়া।

এনসিটিএফ ঢাকা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং সাধারণ সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সদস্যরা এনসিটিএফ এবং শিশু অধিকার সনদ সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের নিকট জিজ্ঞাসা রাখেন। সর্বশেষ জেলা প্রশাসক মহোদয় এনসিটিএফ ঢাকার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোন প্রয়োজনে তাঁর সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এছড়াও এনসিটিএফ ঢাকা জেলার সদস্যদের পত্রিকা প্রকাশনের জন্য একটি কম্পিউটার এবং প্রিন্টার উপহার দেয়ার আশ্বাস দেন।

এই মতবিনিময় সভার সার্বিক সহায়তায় ছিল শিশু একাডেমি ঢাকা জেলা, সেভ দ্য চিলড্রেন এবং প্লান বাংলাদেশ।

Post Formats is a theme feature introduced with Version 3.1. Post Formats can be used by a theme to customize its presentation of a post.

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus – more on WordPress.org: Post Formats