Posts

নরসিংদীতে এনসিটিএফ এর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।

মোবারক হোসেনঃ ১৯-০৮-২০১৬ সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ নরসিংদী জেলার দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন নরসিংদী জেলার সিওয়াইভি সুমনা শিল্পী।আইসিটি এবং এনসিটিএফ এর উপর ১টি সেশন নেন প্রাক্তন সদস্য এবং এনসিটিএফ আইটি এক্সপার্ট শিমুল আহমেদ তরঙ্গ । প্রশিক্ষনে্র মূলমন্ত্র ছিলো “আমরা কুঁড়ি ফুটব কাল”। এসময় নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সাথে আরো অংশগ্রহন করে এনসিটিএফ এর সাধারন সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারনেশাল বাংলাদেশ, বাংলাদেশ শিশু একাডেমী এবং এনসিটিএফ নরসিংদীর জেলা ভলান্টিয়ারগন। প্রশিক্ষনে জীবন দক্ষতা,শিশু অধিকার,আইসিটি এবং রাজনীতি তে শিশুদের ব্যবহার নিয়ে আলোচনা করা হয় ।

এনসিটিএফ নরসিংদী জেলার টিএফডি প্রশিক্ষন সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :গতকাল শেষ হলো ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)  নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত বিশেষ প্রশিক্ষন কর্মশালা ” থিয়েটার ফর ডেভলাপমেন্ট – উন্নয়নের জন্য নাটক ( টিএফডি )  ” । এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির উদ্যোগে ২দিন ব্যাপি এই ভিন্নধর্মী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয় । প্রশিক্ষনের ভ্যেনু হিসেবে  ছিলো ” চিনিশপুর দ্বীপশিখা মহিলা সমিতি ( সিডিএমএস) প্রশিক্ষন কেন্দ্র ” ।

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

টিএফডি প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন এটিএন নিউজ এর সিনিয়র অনলাইন ভিডিও ইডিটর, জনাব সাজ্জাদ হোসেন; ঝিনুকমালা নাট্য দলের  সম্পাদক

জনাব রফিকুল ইসলাম । বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজকে ইভটিজিং এবং মাদক সেবনের হাত থেকে রক্ষা করার জন্য সচেতনতা  মূলক পথনাটক তৈরীর উদ্দেশ্যেই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়।সিডিএমএস এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষনের শেষে এনসিটিএফ কমিটি ” পরিবর্তন ” নামক বিশেষ পথনাটক তৈরী করে। পরে বিকেলে প্রশিক্ষন কেন্দ্র প্রাঙ্গনে এ নাটাকটি উপস্থাপন করা হয়। সেখানে প্রশিক্ষক গনদের সাথে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার , উম্মে হাবিবা বর্ষা ; সিডিএমএস এর পরিচালক জনাব ছফুরা বেগম ।

 প্রশিক্ষন শেষে এনসিটিএফ টিম সিডিএমএস এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানায়। সমাপনী বক্তব্যে জনাব সিডিএমএস এর পরিচালক জনাব সাফুরা বেগম বলেন, এনসিটিএফ কে সাহায্য করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত  । এবং পরবর্তীতে এনসিটিএফ এর যেকোনো উদ্যোগে তাকে পাশে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন  ।

আইসিটি এবং ডকুমন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন

শিমূল আহমেদ তরঙ্গঃ  অদ্য ১২সেপ্টেম্বর,২০১৫ তারিখে ঢাকার আদাবরের স্পেড-আরআরটিসি (SPED-RRTC) প্রশিক্ষনে কেন্দ্রে শেষ হয়ে গেল এনসিটিএফ আইসিটি ও ডকুমেন্টেশনDSC01903 রিফ্রেশার প্রশিক্ষন। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন , প্ল্যান ইন্টারনেশনাল বাংলাদেশ এবং ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এম এম সি ) এর আয়োজনে গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ এর ৭ টি বিভাগ থেকে এনসিটিএফ এর বাছাইকৃত ১২ জন সদস্য এবং এনসিটিএফ কেন্দ্রীয় এডিটরিয়াল টিমের ৭ জন সদস্য অংশগ্রহন করেন।

প্রশিক্ষনে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। মুলত এনসিটিএফ এর ওয়েবসাইট এনসিটিএফবিডি.ওআরজি (nctfbd.org ) এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ফেসবুক গ্রুপ এর পরিচালনা করার জন্য এনসিটিএফ এডিটরিয়াল টিম কে দক্ষ করে তোলাই ছিলো এই প্রশিক্ষন এর মূল লক্ষ্য। প্রশিক্ষনের শেষে এডিটরিয়াল টিম এর সকল সদস্যদের নিউজ প্রকশনার জন্য আলাদা আলাদা জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেয়া হয়।

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি এবং নলেজ ডেভলাপমেন্ট ম্যানেজার আফরোজা শারমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন এম এম সি এর প্রকল্প সমন্বয়কারী মৃণম্বয় মাহাজন এবং এম এম সি এর প্রকল্প কর্মকর্তা  সাইফ মাহদী। এছাড়াও প্রশিক্ষন এর শেষ দিন উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিআরজি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার(এডভোকেসি) মীর রেজাউল করিম।

এ বিষয়ক আরো খবর:

শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রশার প্রশিক্ষন

 

 

 

খুলনায় এনসিটিএফ মিডিয়া দলের মিডিয়া মনিটরিং প্রশিক্ষণ শুরু !

21082014103427amfor_news_mediaন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর খুলনা বিভাগীয় পর্যায়ে আজ থেকে শুরু হয়েছে ২দিন ব্যাপি মিডিয়া মনিটরিং প্রশিক্ষণ। ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইতিমধ্যে ৬৪ জেলায় এনসিটিএফ শিশু সাংবাদিকদের শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত করেছে। মিডিয়া মনিটরিং বিষয়ক প্রশিক্ষণটি ঢাকা বিভাগীয় পর্যায়ে সমাপ্ত হয়েছে এবং খুলনা বিভাগীয় পর্যায়ে শুরু হয়েছে। খুলনা এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জন শিশু সাংবাদিকসহ খুলনা জেলার ৫ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহন করেছে। প্রশিক্ষণ সম্পর্কে এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী জানান এই ট্রেনিং এ শিশু সাংবাদিকদের মিডিয়া মনিটরিং এর বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হবে। এছাড়াও তাদের মিডিয়া মনিটরিং প্রক্রিয়া অনুশীলন করানো হবে যাতে সকলে জেলা পর্যায়ে শিশু অধিকার বিষয়ক মিডিয়া মনিটরিং করতে পারে এবং কেন্দ্রীয় পর্যায়ে নিয়মিত রিপোর্ট প্রদান করতে পারে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এমএমসি’র মিডিয়া মনিটরিং দলের সদস্য রুবেল হোসাইন, সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক মিদুল ইসলাম মৃদুল এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ।

খুলনা বিভাগীয় পর্যায়ে শিশু সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সাজিদ : গত ১26052014092201amSAM_3748৬-১৭ তারিখে খুলনার কারিতাসে অনুষ্ঠিত হয়ে গেল শিশু সাংবাদিক প্রশিক্ষণ। খুলনার বিভাগের ১০ টি জেলা থেকে দুইজন করে মোট বিশ জন ক্ষুদে শিশু সাংবাদিক উপস্থিত হয়। উপস্থিত শিশু সাংবাদিকগণ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সে (এন.সি.টি.এফ) এর নির্বাচিত শিশুসাংবাদিক। গণমাধ্যম সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এম.এম.সি ) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রথম দিন এখানে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম শাহিদ হোসেন। এ সময় তিনি সাংবাদিক তার বিভিন্ননীতিমালা সম্পর্কে আলোচনা করেন। দ্বিতীয় দিন উপস্থিত ছিল খুলনার প্রেস ক্লাবের সধারন সম্পাদক এস.এম. জাহিদহোসেন । তিনি অনুসন্ধান রিপোর্টসম্পর্কে বিভিন্ন তথ্য জানায়। এম.এম.সি প্রকল্প কর্মকর্তা মাহাদির ব্যবস্থাপনায় এবং প্রকল্প সমন্বয় কারি আমিনা ফেরদৌস মুনির সার্বিক তত্ত্বাবধানে সহায়ক হিসেবে উপস্তিত ছিলেন এমএমসির সেচ্ছাসেবক উম্মে হাবিবা বর্ষা এবং সেভদ্যচিলড্রেন এর যুব সেচ্ছা সেবক মৃদুল। দুই দিন ব্যাপি আবাসিক প্রশিক্ষণে ১০জন মেয়ে ও ১০জন ছেলে অংশ গ্রহণ করে। এ প্রশিক্ষণ শিশু সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের শিশু পরিস্থিতি সুষ্ঠুভাবে গণমাধ্যমে তুলে ধরতে সহায়তা করবে।