আইসিটি এবং ডকুমন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন

শিমূল আহমেদ তরঙ্গঃ  অদ্য ১২সেপ্টেম্বর,২০১৫ তারিখে ঢাকার আদাবরের স্পেড-আরআরটিসি (SPED-RRTC) প্রশিক্ষনে কেন্দ্রে শেষ হয়ে গেল এনসিটিএফ আইসিটি ও ডকুমেন্টেশনDSC01903 রিফ্রেশার প্রশিক্ষন। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন , প্ল্যান ইন্টারনেশনাল বাংলাদেশ এবং ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এম এম সি ) এর আয়োজনে গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ এর ৭ টি বিভাগ থেকে এনসিটিএফ এর বাছাইকৃত ১২ জন সদস্য এবং এনসিটিএফ কেন্দ্রীয় এডিটরিয়াল টিমের ৭ জন সদস্য অংশগ্রহন করেন।

প্রশিক্ষনে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। মুলত এনসিটিএফ এর ওয়েবসাইট এনসিটিএফবিডি.ওআরজি (nctfbd.org ) এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ফেসবুক গ্রুপ এর পরিচালনা করার জন্য এনসিটিএফ এডিটরিয়াল টিম কে দক্ষ করে তোলাই ছিলো এই প্রশিক্ষন এর মূল লক্ষ্য। প্রশিক্ষনের শেষে এডিটরিয়াল টিম এর সকল সদস্যদের নিউজ প্রকশনার জন্য আলাদা আলাদা জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেয়া হয়।

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি এবং নলেজ ডেভলাপমেন্ট ম্যানেজার আফরোজা শারমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন এম এম সি এর প্রকল্প সমন্বয়কারী মৃণম্বয় মাহাজন এবং এম এম সি এর প্রকল্প কর্মকর্তা  সাইফ মাহদী। এছাড়াও প্রশিক্ষন এর শেষ দিন উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিআরজি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার(এডভোকেসি) মীর রেজাউল করিম।

এ বিষয়ক আরো খবর:

শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রশার প্রশিক্ষন

 

 

 

মেহেরপুরে সারাদিন ব্যাপি তিন উপজেলার ভলান্টিয়ারদের কর্মশালা অনুষ্ঠিত।

হাসান মাহমুদঃ আজ ১২ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমী মেহেরপুর কার্যালয়ে সারাদিন ব্যাপি ভলান্টিয়ারদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষে তিন উপজেলার ভলান্টিয়ারদের নিয়ে এক কর্মশালার আয়োজন করে ‘সেভ দ্য চিল্ড্রেন’। কর্মশালায় ভলান্টিয়াররা তাদের কর্মকাণ্ড অনুষ্ঠানে তুলে ধরে । আগামী তিন মাস কি কি কাজ করবে তার একটা কর্মপরিকল্পনা তৈরী করেন। ভলান্টিয়ারদের এ কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার ‘শহিদুল ইসলাম শান্ত’।

এনসিটিএফ ঢাকা জেলার শিশুদের মুখোমুখি সংলাপ

শাওনঃ  ১১ সেপ্টেম্বর, শুক্রবার ন্যাশনাল চিলড্রেন টাক্সর্ফোস (এনসিটিএফ) ঢাকা জেলার উদ্যোগে মিরপুর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সংলাপ ২০১৫।অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলার শির্ক্ষাথীদের  অংশগ্রহণে  এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল আবেদিন, ঢাকা জেলার ডেপুটি কমিশনার (শিক্ষা ও প্রযুক্তি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক তারেক উজ্জামান। আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার ফারুক আলম খান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মীর রেজাউল করিম, এনসিটিএফ’র কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শিশুরা অতিথীদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের ভাবনা ও বক্তব্য তুলে ধরেন। শিশুদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি নাজমুল আবেদিন বলেন ‘শিশুরা যে তাদের সমস্যা নিজেরাই তুলে ধরেছেন এতে আমি অনেক খুশি হয়েছি।

এজন্য আমি তাদের স্বাগতম জানাই। তিনি আরও বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির সহজ মাধ্যমে যে কেউ আমাদের কাছে সকল সমস্যা জানাতে পারেন ফোন, এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে। তার মতে ২০ বছর পরে যখন আজকের শিশুরা দেশকে নেতৃত্ব দেবে তখন বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই। আসলে সকল সমস্যাই একটি অন্যটির সাথে জড়িত। তাই  সর্ব প্রথম নিজেদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তবেই অন্যান্য সমস্যার সমাধান হবে। এছাড়াও তিনি শিশুদের কথা দেন যে তাদের সমস্যাগুলো নিয়ে ওপর মহলের সাথে আলোচনা করবেন।

উপযুক্ত পারিশ্রমিক পায় না শিশু শ্রমিকরা

 জাওয়াদুল করিম জীসান: সকাল ৯টা থেকে দীর্ঘ ১২ ঘন্টা পরিশ্রম করেও উপযুক্ত পারিশ্রমিক পায় না বগুড়ার প্রেস পট্টির শিশু প্রেস শ্রমিকরা।বড়দের মত একই পরিশ্রম অথবা কখনো অধিক পরিশ্রম করেও শিশু শ্রমিকরা পায় না সম পরিমান পারিশ্রামিক।

সরেজমিনে ঘুরে বেশ কিছু শিশু শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, শহরের শাপলা মার্কেট ও প্রেস পট্টির শিশু প্রেস শ্রমিক প্রায় দু’শো।এদের অধিকাংশের বয়স ১২-১৬ বছর।এরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সপ্তাহে মাত্র ৭০টাকা,মাসে ২৫০ টাকায় শ্রম দেয়।অথচ একই পরিশ্রম ও সময়দানকারী বড় শ্রমিকরা পায় এদের তুলনায় ৫-৭ গুন পারিশ্রমিক।ফলে উপযুক্ত পারিশ্রমিক থেকে অমানবিক ভাবে বঞ্চিত হচ্ছে এসব শিশু শ্রমিকরা।

সুদূর গাইবান্ধা থেকে এসে কাজ করা শিশু শ্রমিক রনি(১২)জানায় তার সাপ্তাহিক বেতন ৭০ টাকা।এক কাগজের দোকানে কাজ করে সে।একই দোকানে একই কাজের বড় এক শ্রমিকের মাসিক বেতন ২,৫০০ টাকা।শুধুমাত্র ছোট বা শিশু হবার কারনে তাকে এত অল্প পারিশ্রমিক দিয়ে থাকেন মহাজন।অথচ তাকে কাজ করতে হয় তুলনামুলক বেশি।

শাপলা মার্কেটের  শিশু শ্রমিক মিলন(১১) জানায় প্রতিদিন সকালে এসেই মেশিন ও ঘর পরিষ্কার,সারা দিন মেশিন চালকের সহযোগি হয়ে কাজ,দুপুরের রোদে প্রেস পট্টি থেকে চারমাথা এলাকার মহাজনের বাড়ীতে গিয়ে খাবার আনা সহ সার্বক্ষণিক ব্যস্ত এ শিশুটির মাসিক বেতন মাত্র ৩৫০ টাকা।অথচ অন্যান্য বড় শ্রমিকদের মাসিক বেতন ২০০০/৩০০০টাকা।এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেস শ্রমিকের কাছে জানা যায় ছোট শিশু শান্ত ও অল্পেই তুষ্ট থাকায় শিশু শ্রমিকরা এর কোন প্রতিবাদ করেনা।ফলে এমন অসম পারিশ্রমিক ব্যবস্থা থেকেই যাচ্ছে।“এত অল্প টাকায় কেন কাজ কর বা অন্যান্যদের মত বেশি টাকা দাবি করোনা কেন?”এমন প্রশ্নের উত্তরে শিশু শ্রমিক মাসুদ(১৩) জানায়,“বেশি চাইলেই মহাজন ক্ষেইপা যাবি,কাজেত্থেকা বাদ দিবি বলে ভয় দেখায়।মহাজন কয়,না পোষালে চলে যা।কিন্তু কাজ তো করা লাগবিই,তাই করি।” শাপলা মার্কেটের  এই শিশু শ্রমিক আরও জানায়,বেশি কাজ থাকলে রাতে অভারটাইম কাজ হয়।কখনও রাত ১-২টা পর্যন্ত মেশিন চলে।কিন্তু অতিরিক্ত কাজ করলে বড় শ্রমিকদের বেশি টাকা দেয়া হলেও তারা পায় না।মহাজনকে বললে কাজে ভুল করা,কাজ না করা,এক দিন না আসা,দেরিতে আসা,ছোটখাটো ক্ষতি সহ নানান দোহাই দিয়ে পার করে দেয়।তাই পরবর্তীতে আর কোনদিন চাওয়ার সাহস পাওয়া যায় না।

এদিকে ১৮ বছরের কম বয়সী হওয়ার কারনে প্রেসপট্টি শ্রমিক সমিতির সদস্য না হওয়ায় এরা কোন দাবি ,প্রতিবাদ বা চাহিদা জানাতে পারে না।ফলে সমপরিমাণ পারিশ্রমিক পায় না।আর বড় শ্রমিকরাও অসচেতন থাকায় এদের জন্যে কোন দাবিও ওঠে না।তৈরি হয় না কোন নীতি নির্ধারনী।অপর দিকে শ্রমিক সংগঠনের সদস্য হওয়া শ্রমিকরা আহত বা অসুস্থ হওয়া ও অন্যান্য প্রয়োজনে সমিতি থেকে আর্থিক সহযোগিতা পেলেও এরা তা থেকেও বঞ্চিত।অথচ তুলনামুলকভাবে শিশু শ্রমিকরাই বেশি অসুস্থ বা আহত হয়ে থাকে।এত কম পারিশ্রমিকের ব্যাপারে কথা বললে বেশ ক’জন বড় শ্রমিক জানায়,“ছোটদের বেতন বাড়ানো তো দূরের কথা ,বেশির ভাগ মালিকই শিশু শ্রমিক নিতেই বেশি আগ্রহী হয় কম বেতন দেওয়ার জন্যে।তারা দেখেনা সে কতটুকু পরিশ্রম করল,দেখে তাদের বয়স।”

প্রেস শ্রমিক সমিতির নব নির্বাচিত সভাপতিকে শ্রমিকদের এমন বৈষম্যের কথা জানালে তিনি তা স্বীকার করে বলেন,সত্যিই শিশু শ্রমিকরা বড়দের সমান অথবা কখনও বেশি পরিশ্রম ও সময় দেয়,কিন্তু মহাজনরা তাদের উপযুক্ত টাকা দেয় না।আর সমিতির সদস্য না হওয়ার কারণে তাদের অধিকারের ব্যাপারেও কেউ কোন মুখ খুলেনা।তাদের মজুরি সমান হওয়া উচিত।তিনি আরও জানান,শিশু শ্রমিকদের এ ব্যাপারে অচিরেই তারা ব্যবস্থা নেবেন এবং শিশু শ্রমিকদেরও সমিতির সদস্য পদ দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।তাঁর সাথে কথা বলে জানা যায়,শ্রমিক সমিতির নিবন্ধনকৃত সদস্য সংখ্যা প্রায় ৫’শ।সকল বিভাগ মিলে মোট শ্রমিক সংখ্যা প্রায় ১৫০০ জন।এর মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা চার ভাগের এক ভাগেরও বেশি।এই শিশু শ্রমিকরা কি তাহলে পাবে না তাদের ন্যায্য পারিশ্রমিক?

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ

11903742_742513792524575_2100604920638894212_n

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদে বড়দের পাশাপাশি ছোটরা সবচেয়ে বেশি ঈদের আনন্দ করে থাকে। আর তাদের আনন্দের প্রথম বিষয়টি হচ্ছে নতুন জামা। কিন্তু আথিকভাবে অনেক পরিবার অসচ্ছলতার কারনে অনেকেই তাদের শিশুদের নতুন জামা কিনে দিতে পারেনা। তাই ঐ সব পরিবারের শিশুদের কিছুটা ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জাতীয় শিশু টাস্কফোস (এনসিটিএফ) ভোলা জেলা কমিটির উদ্যোগে এবং পৌর মেয়র মনিরুজ্জামান মনির এর সহযোগিতায়“একটি জামা একটি হাসি’ স্লোগান নিয়ে ঈদ বস্ত্র বিতরন করা হয়।

আজ শুরু হলো বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন।

১১সেপ্টেম্বর,  আদাবর,  ঢাকা :

শিমুল আহমেদ তরঙ্গ : আজ থেকে শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিেফ্রশার প্রশিক্ষন। মনসুরাবাদ SPED-RRTC প্রশিক্ষন কেন্দ্র ২ দিন ব্যাপি এই প্রশিক্ষনের আয়োজন করে ম্যাসলাইন মিডিয়া সেন্টার ( এম এম সি)  ; প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য চিলড্রেন। সাতটি বিভাগের বিগত আইসিটি এন্ড ডকুমেন্টেশন প্রশিক্ষনের বাছাইকৃত ১৪ জন অংশগ্রহণকারীদের  এডভান্স প্রশিক্ষনের জন্য আয়োজন করা হয়।
সকাল ৯:০০ টায় ম্যাসলাইন এমএমসি এর প্রকল্প সমন্নয়কারী  মৃন্ময় মহাজন , এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি, মিডিয়া ও ললেজ ম্যানেজমেন্টের ম্যানেজার শারমিন আফরোজা  অংশগ্রহণকারীদের  পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষনের সূচনা করেন।

এরপর প্রধান প্রশিক্ষক ‘ সাদমান সাকিব সর্ব ‘ প্রশিক্ষনের মূল পর্ব শুরু করেন।  প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের ওয়েবসাইট , ওয়েবপেজ এর উপর আলোচনা করা হয় । এরপর এনসিটিএফ ওয়েবসাইট (www.nctfbd.org)  এর ম্যানেজমেন্ট এর উপর আলোচনা করা হয় । আজকে প্রশিক্ষনের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল সন্ধ্যায় প্রশিক্ষন শেষ হবে।