এনসিটিএফ এর অংশগ্রহনে শেরপুরে বাল্যবিয়ে নিরোধ ও নারীর নিরাপত্তা সুরক্ষায় সেমিনার অনুষ্ঠিত

অরিত্র্য চন্দ্র ঝলক  : দেশে বাল্য বিয়ে ও নারী নির্যাতনের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। বাল্য বিয়ের কারণে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। ১২ বছর বয়স হওয়ার আগেই আড়াই শতাংশ কন্যা শিশুর বিয়ে হয়। এমনকি ১০ বছরের আগেও অনেক কন্যা শিশুকে বিয়ে দেওয়া হচ্ছে। বাল্য বিয়ে নিয়ে ২৪ জেলায় পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এমন চিত্র পাওয়া গেছে যে – প্রায় ৬৫ শতাংশ শিশু ১৫ বছর বয়সে বা তার আগে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়।wv
এ পরিস্থিতিতে শেরপুরে বাল্য বিয়ে নিরোধ ও নারীর সুরক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বাল্য বিয়ে ও নারীর নিরাপত্তা : আমাদের ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার শহরের নিউমার্কেট পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। উক্ত আয়োজনে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল -এনসিটিএফ শেরপুর।
সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর এডিপি’র প্রকল্প কর্মকর্তা সুজিত বানোয়ারি। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস সালাম, সদর থানার এসআই রুহুল আমিন প্রমুখ। জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, জেলা কাজী সমিতির যুগ্ম সম্পাদক আবু জাফর মো. আলআমিন, পুরোহিত বিপুল ভট্টাচার্য, কমল চক্রবর্তী, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমানসহ  প্রমুখ। অনুষ্ঠানে বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের এনসিটিএফ টিম মেম্বার রাবেয়া তার এলাকায় এনসিটিএফ এর মাধ্যমে ৪ টি বাল্যবিয়ে ঠোকানোর অভিজ্ঞতা এবং শ্রীপুর বাজু চাইল্ড ফোরামের দশম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী দুই বছর আগে নিজের বিয়ে নিজেই ঠেকানোর অভিজ্ঞতা বর্ননা করলে উপস্থিত অংশগ্রহণকারীরা সকলেই তাদের সাহসের ভুয়সী প্রশংসা করে অভিনন্দিত করেন। উক্ত অনুষ্ঠানে এনসিটিএফ শেরপুর জেলার বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন কার্‍্যকরি সদস্যবৃন্দ । স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের জেলার সেরা স্বর্ণকিশোরী তুষ্টি বেগম উপস্থিত সবাইকে বাল্যবিয়ে নিরোধে ভুমিকা রাখতে শপথ বাক্য পাঠ করান।সেমিনারে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বাল্য বিয়ে প্রতিরোধকারী কিশোরী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিক, সংস্কৃতিকর্মী, কাজী, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন শ্রেনীপেশার অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মেহেরপুরে ইউনিয়ন ভিত্তিক সারাদিন ব্যাপি জীবন দক্ষতা প্রশিক্ষন এবং সংলাপ প্রস্তুতি ওরিয়েন্টেশন।

হাসান মাহমুদঃ গত ১৪ সেপ্টেম্বর ২০১৫ মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নে সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিন ব্যপি ইউনয়িন ভিত্তিক জীবন দক্ষতা প্রশিক্ষন এবং এক ওরিয়েন্টেশনের আয়োজন করে ‘সেভ দ্য চিল্ড্রেন’। এ ওরিয়েন্টেশনে ‘জীবন দক্ষতা’ এনসিটিএফ এর পূর্ণ ধারনা, কর্মকাণ্ড এবং এনসিটিএফ কয়টি স্তরে কাজ করে এবং কিভাবে কাজ করে এ বিষয়ে ইউনিয়ন কমিটির সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। বস্তুত আগামী মাসের শিশু সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন কমিটির সদস্যরা তাদের ইউনিয়নের নীতি নির্ধারনি পর্যায়ে যারা আছে যেমন, চেয়ার ম্যান মহোদয়,মেম্বারগণ,ইউনিয়নের স্কুল প্রধানগণদের সাথে বসে, ঐ ইউনিয়নের শিশুদের পরিস্থিতি নিয়ে যেমন,
(১) ইউনিয়নে বাল্যবিবাহের কি পরিস্থিতি।
(২) ইভটিজিং।
(৩) শিক্ষা বিষায়ক পরিস্থিতি।
(৪) সীমান্তবর্তি এলাকা হওয়াই ‘মাদক দ্রব্য’ সহজলভ্য যা শিশুরা আশক্ত হচ্ছে এখান থেকে শিশুদের কিভাবে মুক্ত করা যায় সে বিষয়ে নিতিনির্ধারনী পর্যায়ে আলোকপাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলো ‘কুতুবপুর ইউনিযনের চেয়ার ম্যান মহোদয়, জনাব ইদ্রিস আলী, ইউনিয়ন সচিব এবং মেহেরপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সম্মানিত সভাপতি ‘মোঃ লাল মিয়া’ এ ওরিয়েন্টেশনকে ইউনিয়ন ভিত্তিক মিনি পার্লামেন্ট ও বলা যেতে পারে। এ ওরিয়েন্টেশনে সার্বিক সহযোগিতা করেন সেন্ট্রাল ইয়ুথ ভলিন্টার ‘শাইদুল ইসলাম শান্ত’।

ইউনিয়ন ভিত্তিক এনসিটিএফ শিশুদের মাঝে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আজ ১৩ সেপ্টেম্বর ২০১৫ মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিন ব্যাপি ইউনিয়ন ভিত্তিক এনসিটিএফ এর শিশুদের মাঝে এক ওরিয়েন্টেশনের আয়োজন করে ‘সেভ দ্য চিল্ড্রেন’। এ ওরিয়েন্টেশনে ‘জীবন দক্ষতা’ এনসিটিএফ এর পূর্ণ ধারনা, কর্মকাণ্ড এবং এনসিটিএফ কয়টি স্তরে কাজ করে এবং কিভাবে কাজ করে এ বিষয়ে ইউনিয়ন কমিটির সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

বস্তুত আগামী মাসের শিশু সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন কমিটির সদস্যরা তাদের ইউনিয়নের নীতি নির্ধারনি পর্যায়ে যারা আছে যেমন, চেয়ার ম্যান মহোদয়,মেম্বারগণ,ইউনিয়নের স্কুল প্রধানগণদের সাথে বসে ঔ ইউনিয়নের শিশুদের পরিস্থিতি নিয়ে ‘মুখো মুখি’ অনুষ্ঠানের পরিকল্পনা করে তাদের বার্ষিক কর্মপরিকল্পনাতে তারই পূর্ব প্রস্তুতির জন্য এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এ ওরিয়েন্টেশনকে আমরা ইউনিয়ন ভিত্তিক মিনি পার্লামেন্ট ও বলতে পারি। এ ওরিয়েন্টেশনে সার্বিক সহযোগিতা করেন সেন্ট্রাল ইয়ুথ ভলিন্টার ‘শাইদুল ইসলাম শান্ত’।

আইসিটি এবং ডকুমন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন

শিমূল আহমেদ তরঙ্গঃ  অদ্য ১২সেপ্টেম্বর,২০১৫ তারিখে ঢাকার আদাবরের স্পেড-আরআরটিসি (SPED-RRTC) প্রশিক্ষনে কেন্দ্রে শেষ হয়ে গেল এনসিটিএফ আইসিটি ও ডকুমেন্টেশনDSC01903 রিফ্রেশার প্রশিক্ষন। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন , প্ল্যান ইন্টারনেশনাল বাংলাদেশ এবং ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এম এম সি ) এর আয়োজনে গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ এর ৭ টি বিভাগ থেকে এনসিটিএফ এর বাছাইকৃত ১২ জন সদস্য এবং এনসিটিএফ কেন্দ্রীয় এডিটরিয়াল টিমের ৭ জন সদস্য অংশগ্রহন করেন।

প্রশিক্ষনে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। মুলত এনসিটিএফ এর ওয়েবসাইট এনসিটিএফবিডি.ওআরজি (nctfbd.org ) এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ফেসবুক গ্রুপ এর পরিচালনা করার জন্য এনসিটিএফ এডিটরিয়াল টিম কে দক্ষ করে তোলাই ছিলো এই প্রশিক্ষন এর মূল লক্ষ্য। প্রশিক্ষনের শেষে এডিটরিয়াল টিম এর সকল সদস্যদের নিউজ প্রকশনার জন্য আলাদা আলাদা জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেয়া হয়।

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি এবং নলেজ ডেভলাপমেন্ট ম্যানেজার আফরোজা শারমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন এম এম সি এর প্রকল্প সমন্বয়কারী মৃণম্বয় মাহাজন এবং এম এম সি এর প্রকল্প কর্মকর্তা  সাইফ মাহদী। এছাড়াও প্রশিক্ষন এর শেষ দিন উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিআরজি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার(এডভোকেসি) মীর রেজাউল করিম।

এ বিষয়ক আরো খবর:

শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রশার প্রশিক্ষন

 

 

 

মেহেরপুরে সারাদিন ব্যাপি তিন উপজেলার ভলান্টিয়ারদের কর্মশালা অনুষ্ঠিত।

হাসান মাহমুদঃ আজ ১২ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমী মেহেরপুর কার্যালয়ে সারাদিন ব্যাপি ভলান্টিয়ারদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষে তিন উপজেলার ভলান্টিয়ারদের নিয়ে এক কর্মশালার আয়োজন করে ‘সেভ দ্য চিল্ড্রেন’। কর্মশালায় ভলান্টিয়াররা তাদের কর্মকাণ্ড অনুষ্ঠানে তুলে ধরে । আগামী তিন মাস কি কি কাজ করবে তার একটা কর্মপরিকল্পনা তৈরী করেন। ভলান্টিয়ারদের এ কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার ‘শহিদুল ইসলাম শান্ত’।

এনসিটিএফ ঢাকা জেলার শিশুদের মুখোমুখি সংলাপ

শাওনঃ  ১১ সেপ্টেম্বর, শুক্রবার ন্যাশনাল চিলড্রেন টাক্সর্ফোস (এনসিটিএফ) ঢাকা জেলার উদ্যোগে মিরপুর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সংলাপ ২০১৫।অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলার শির্ক্ষাথীদের  অংশগ্রহণে  এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল আবেদিন, ঢাকা জেলার ডেপুটি কমিশনার (শিক্ষা ও প্রযুক্তি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক তারেক উজ্জামান। আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার ফারুক আলম খান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মীর রেজাউল করিম, এনসিটিএফ’র কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শিশুরা অতিথীদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের ভাবনা ও বক্তব্য তুলে ধরেন। শিশুদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি নাজমুল আবেদিন বলেন ‘শিশুরা যে তাদের সমস্যা নিজেরাই তুলে ধরেছেন এতে আমি অনেক খুশি হয়েছি।

এজন্য আমি তাদের স্বাগতম জানাই। তিনি আরও বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির সহজ মাধ্যমে যে কেউ আমাদের কাছে সকল সমস্যা জানাতে পারেন ফোন, এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে। তার মতে ২০ বছর পরে যখন আজকের শিশুরা দেশকে নেতৃত্ব দেবে তখন বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই। আসলে সকল সমস্যাই একটি অন্যটির সাথে জড়িত। তাই  সর্ব প্রথম নিজেদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তবেই অন্যান্য সমস্যার সমাধান হবে। এছাড়াও তিনি শিশুদের কথা দেন যে তাদের সমস্যাগুলো নিয়ে ওপর মহলের সাথে আলোচনা করবেন।

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ

11903742_742513792524575_2100604920638894212_n

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদে বড়দের পাশাপাশি ছোটরা সবচেয়ে বেশি ঈদের আনন্দ করে থাকে। আর তাদের আনন্দের প্রথম বিষয়টি হচ্ছে নতুন জামা। কিন্তু আথিকভাবে অনেক পরিবার অসচ্ছলতার কারনে অনেকেই তাদের শিশুদের নতুন জামা কিনে দিতে পারেনা। তাই ঐ সব পরিবারের শিশুদের কিছুটা ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জাতীয় শিশু টাস্কফোস (এনসিটিএফ) ভোলা জেলা কমিটির উদ্যোগে এবং পৌর মেয়র মনিরুজ্জামান মনির এর সহযোগিতায়“একটি জামা একটি হাসি’ স্লোগান নিয়ে ঈদ বস্ত্র বিতরন করা হয়।

আজ শুরু হলো বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন।

১১সেপ্টেম্বর,  আদাবর,  ঢাকা :

শিমুল আহমেদ তরঙ্গ : আজ থেকে শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিেফ্রশার প্রশিক্ষন। মনসুরাবাদ SPED-RRTC প্রশিক্ষন কেন্দ্র ২ দিন ব্যাপি এই প্রশিক্ষনের আয়োজন করে ম্যাসলাইন মিডিয়া সেন্টার ( এম এম সি)  ; প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য চিলড্রেন। সাতটি বিভাগের বিগত আইসিটি এন্ড ডকুমেন্টেশন প্রশিক্ষনের বাছাইকৃত ১৪ জন অংশগ্রহণকারীদের  এডভান্স প্রশিক্ষনের জন্য আয়োজন করা হয়।
সকাল ৯:০০ টায় ম্যাসলাইন এমএমসি এর প্রকল্প সমন্নয়কারী  মৃন্ময় মহাজন , এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি, মিডিয়া ও ললেজ ম্যানেজমেন্টের ম্যানেজার শারমিন আফরোজা  অংশগ্রহণকারীদের  পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষনের সূচনা করেন।

এরপর প্রধান প্রশিক্ষক ‘ সাদমান সাকিব সর্ব ‘ প্রশিক্ষনের মূল পর্ব শুরু করেন।  প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের ওয়েবসাইট , ওয়েবপেজ এর উপর আলোচনা করা হয় । এরপর এনসিটিএফ ওয়েবসাইট (www.nctfbd.org)  এর ম্যানেজমেন্ট এর উপর আলোচনা করা হয় । আজকে প্রশিক্ষনের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল সন্ধ্যায় প্রশিক্ষন শেষ হবে।

মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার লইফ স্কীলস ও নিউজলেটার প্রকাশনা বিষয়ক ৪ দিন ব্যাপি প্রশিক্ষন

আগামীকাল 11/9/15 তাং শেষ হবে ৪ দিন ব্যাপি মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের ‘লাইফ স্কীল্স ও নিউজলেটার প্রকাশনা বিষায়ক প্রশিক্ষণ।

মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার লইফ স্কীলস ও নিউজলেটার প্রকাশনা বিষয়ক ৪ দিন ব্যাপি প্রশিক্ষন শেষ হবে আগামীকাল।প্রশিক্ষণে অংশগ্রহন করেগাংনী উপজেলার এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যরা প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি।গত ০৮-০৯-২০১৫ ইং তারিখে শুরু হয় ০৪ দিন ব্যাপি প্রশিক্ষন।প্রশিক্ষক হিসাবে ছিলেন, সেন্ট্রাল ইউথ ভোলিন্টিার ‘শান্ত মুহাম্মদ শহিদুল ইসলাম’ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে উপস্থিত ছিলেন নারগিস পারভীন মুক্তি(ডেপুটি প্রজেক্টর), মৃদুল সরকার (সিনিয়ার টেকনিকাল অফিসার), শুনীল কুমার রায় (প্রজেক্ট ডাইরেক্টর)।

“Children raise voice for Quality Education and to Stop Child Labor”

“If the state can ensure good educational environment for children then no more child will dropout from school as well as life “For the lack of basic rights most importantly food (empty Stomach)Pushes them towards child labor “I think Government should Scale up “A MEAL IN SCHOOL “policy across the under develop area.

                                                                   Said Jaoudul Karim Jisan (President NCTF Bogra)

On 12, June 2015 National Children Task Force (NCTF) Bogra celebrated the world child labor day 2015. “Say yes to quality education and say no to child labor.” with this oath, NCTF Bogra organized a child rally and sports competition with five hundred children included child labor.

Through a general meeting, NCTF Bogra committee members planned for the celebration of upcoming Child Labor Day 2015 and they invited World Vision and Shisu Academy to discuss about their plan to organize a rally and sports competition with the working children of Bogra District.2

Aiming the child participation on child labor day NCTF committee visited a primary school (Shisu Kollan a child well fare school) of working children and led a campaign there to encourage them (children) for advocacy and make them aware.

The chief Guest Shufia Nazim, Additional Deputy Commissioner (ADC) inaugurated the rally and sports competition. Mr.Palash Crueze from World vision, the Chief news editor of Corotoya and BSA officer Bogra also present there. Around two hundred and fifty children joined the daylong event.  Finally the chief guest gave award among the children. ADC appreciates NCTF for their advocacy and promised to be with NCTF. BSA officer Bogra, Shah MD Isahaq Ali co-ordinate the whole program and it led by NCTF members.