এনসিটিএফ নরসিংদী জেলার টিএফডি প্রশিক্ষন সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :গতকাল শেষ হলো ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)  নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত বিশেষ প্রশিক্ষন কর্মশালা ” থিয়েটার ফর ডেভলাপমেন্ট – উন্নয়নের জন্য নাটক ( টিএফডি )  ” । এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির উদ্যোগে ২দিন ব্যাপি এই ভিন্নধর্মী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয় । প্রশিক্ষনের ভ্যেনু হিসেবে  ছিলো ” চিনিশপুর দ্বীপশিখা মহিলা সমিতি ( সিডিএমএস) প্রশিক্ষন কেন্দ্র ” ।

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

টিএফডি প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন এটিএন নিউজ এর সিনিয়র অনলাইন ভিডিও ইডিটর, জনাব সাজ্জাদ হোসেন; ঝিনুকমালা নাট্য দলের  সম্পাদক

জনাব রফিকুল ইসলাম । বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজকে ইভটিজিং এবং মাদক সেবনের হাত থেকে রক্ষা করার জন্য সচেতনতা  মূলক পথনাটক তৈরীর উদ্দেশ্যেই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়।সিডিএমএস এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষনের শেষে এনসিটিএফ কমিটি ” পরিবর্তন ” নামক বিশেষ পথনাটক তৈরী করে। পরে বিকেলে প্রশিক্ষন কেন্দ্র প্রাঙ্গনে এ নাটাকটি উপস্থাপন করা হয়। সেখানে প্রশিক্ষক গনদের সাথে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার , উম্মে হাবিবা বর্ষা ; সিডিএমএস এর পরিচালক জনাব ছফুরা বেগম ।

 প্রশিক্ষন শেষে এনসিটিএফ টিম সিডিএমএস এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানায়। সমাপনী বক্তব্যে জনাব সিডিএমএস এর পরিচালক জনাব সাফুরা বেগম বলেন, এনসিটিএফ কে সাহায্য করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত  । এবং পরবর্তীতে এনসিটিএফ এর যেকোনো উদ্যোগে তাকে পাশে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন  ।

এনসিটিএফকে নিয়ে ভিডিও ডকুমেন্টরী

রাসেল আহমেদ: গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর রাজশাহীতে খুব সুন্দর আর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) রাজশাহী কে নিয়ে এক ভিডিও ডকুমেন্টারির কাজ । প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় দক্ষিন আফ্রিকা থেকে আগত Discovery Channel এর সাংবাদিক ক্রিস মরগান এর মূলত এই ডকুমেন্টারিটি বানানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শিশুরা কিভাবে তাদের অধিকার নিয়ে কাজ করে , এনসিটিএফ কিভাবে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে , শিশু গবেষকদের কাজ কি? কিভাবে তারা শিশু অধিকার সম্বলিত তথ্য সংগ্রহ করছে, শিশুরা তাদের অধিকারের বিষয়ে কতটা সচেতন ইত্যাদি ।
এন সি টি এফ রাজশাহীকে নিয়ে ভিডিও ডকুমেন্টরী তৈরি করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী ,রাজশাহী। অন্যান্যদের মধ্যে প্ল্যান বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অপারেশনস জনাব ফারুক আলম খান , মো: ববি এবং এন সি টি এফ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার রাসেল আহমেদ , এনসিটিএফ রাজশাহীর জেলা ভলান্টিয়ার ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন

জাওয়াদুল করিম জীসানঃ স্কুল ভিত্তিক এনসিটিএফ টিম গঠনের লক্ষ্যে এবার উত্তরবঙ্গের সেরা বিদ্যাপিঠ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রভাতী এবং দিবা উভয় শাখার ছাত্রীদের প্রাত্যহিক সমাবেশে এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বগুড়া জেলার সভাপতি জাওয়াদুল করিম জীসান।

এসময় ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব রাবেয়া খাতুন এবং সকলকে এনসিটিএফ এর সদস্য হওয়ার জন্য আহবান জানান।পরে প্রত্যেক শ্রেনি কক্ষে এনসিটিএফ এর ফর্ম বিতরণ করে এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরা। অচিরেই এসব ফর্ম সংগ্রহ করে স্কুল কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এনসিটিএফ নারায়নগঞ্জের মাসিক সভা অনুষ্ঠিত


ইয়াসিন আহমেদ অন্তু : 

আজ ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  নারায়নগঞ্জ জেলার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী র নারায়নগঞ্জ কার্যালয়ে , এনসিটিএফ কক্ষে সভা অনুষ্ঠিত হয় ।

সভা চলাকালীন এনসিটিএফ সদস্যগন

সভা চলাকালীন সময়ে এনসিটিএফ সদস্যগন

সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ,  জেলা ভলান্টিয়ার অভিজিৎ মল্লিক এবং জেলা কার্যকরী কমিটির সদস্যগন।

 

সভায় এনসিটিএফ এর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শন এবং এনসিটিএফ স্কুল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মেহেরপুরে ইউনিয়ন ভিত্তিক সারাদিন ব্যাপি জীবন দক্ষতা প্রশিক্ষন এবং সংলাপ প্রস্তুতি ওরিয়েন্টেশন।

হাসান মাহমুদঃ গত ১৪ সেপ্টেম্বর ২০১৫ মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নে সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিন ব্যপি ইউনয়িন ভিত্তিক জীবন দক্ষতা প্রশিক্ষন এবং এক ওরিয়েন্টেশনের আয়োজন করে ‘সেভ দ্য চিল্ড্রেন’। এ ওরিয়েন্টেশনে ‘জীবন দক্ষতা’ এনসিটিএফ এর পূর্ণ ধারনা, কর্মকাণ্ড এবং এনসিটিএফ কয়টি স্তরে কাজ করে এবং কিভাবে কাজ করে এ বিষয়ে ইউনিয়ন কমিটির সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। বস্তুত আগামী মাসের শিশু সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন কমিটির সদস্যরা তাদের ইউনিয়নের নীতি নির্ধারনি পর্যায়ে যারা আছে যেমন, চেয়ার ম্যান মহোদয়,মেম্বারগণ,ইউনিয়নের স্কুল প্রধানগণদের সাথে বসে, ঐ ইউনিয়নের শিশুদের পরিস্থিতি নিয়ে যেমন,
(১) ইউনিয়নে বাল্যবিবাহের কি পরিস্থিতি।
(২) ইভটিজিং।
(৩) শিক্ষা বিষায়ক পরিস্থিতি।
(৪) সীমান্তবর্তি এলাকা হওয়াই ‘মাদক দ্রব্য’ সহজলভ্য যা শিশুরা আশক্ত হচ্ছে এখান থেকে শিশুদের কিভাবে মুক্ত করা যায় সে বিষয়ে নিতিনির্ধারনী পর্যায়ে আলোকপাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলো ‘কুতুবপুর ইউনিযনের চেয়ার ম্যান মহোদয়, জনাব ইদ্রিস আলী, ইউনিয়ন সচিব এবং মেহেরপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সম্মানিত সভাপতি ‘মোঃ লাল মিয়া’ এ ওরিয়েন্টেশনকে ইউনিয়ন ভিত্তিক মিনি পার্লামেন্ট ও বলা যেতে পারে। এ ওরিয়েন্টেশনে সার্বিক সহযোগিতা করেন সেন্ট্রাল ইয়ুথ ভলিন্টার ‘শাইদুল ইসলাম শান্ত’।

কুড়িগ্রামে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে এনসিটিএফ

ফারজানা মৌসুমী: কুড়িগ্রাম জেলা এনসিটিএফ নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বন্যার্ত ষাট জন শিক্ষার্থীর মাঝে ত্রাণ বিতরণ করে। বন্যার্ত ষাট জন শিক্ষার্থীর প্রত্যেককে চিড়া( দেড় কেজি), গুড়(৩০০ গ্রাম), স্যালাইন(৩টা), খাতা (৩ দিস্তা), কলম (৩টা) প্রদান করা হয়।

স্থানীয় শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, সলিডারিটির ফোকাল পার্সন হুমায়ুন কবির সূর্য, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির হিমা, মিম, শান্ত, ফাহিম, নুরনবী, রেদওয়ান ও ভলান্টিয়ার ফারজানা মৌসুমী। ত্রাণের অর্থ দিয়ে সহযোগিতা করেন- কার্যনির্বাহী কমিটির সদস্য, ভলান্টিয়ারগণ, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও দাশেরহাট মডেল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিশু অধিকার নিশ্চিত এবং শিশুশ্রম হ্রাস করতে সকলকে একযোগে কাজ করতে হবে

ফরিদা চৌধুরী হ্যাপী: চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক পৃষ্ঠপোষকতায়, চাইল্ড রাইটস এ্যাডভোকেসি কোয়ালিশন, বাংলাদেশ এর আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু শ্রম হ্রাসকরণ প্রকল্প ও কর্ণফুলি আরবান এডিপি এর সহযোগীতায় আজ চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে শিশু অধিকার সনদের ঐচ্ছিক চুক্তি (Optional Protocol 3) বিষয়ক মতবিনিময় কর্মশালায়IMG_2795 বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন। উক্ত মত বিনিময় সভায় চট্টগ্রামে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, ওয়ার্ড কাউন্সিলর, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এন.সি.টি.এফ),  শিশু ফোরামর সদস্য, উন্নয়নকর্মী, অভিভাবক,  ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী সহ মোট ৭২ জন  প্রতিনিধি আংশ গ্রহন করেন। বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহমিনা বেগম এনডিসি, যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  জনাব  আব্দুল জলিল।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল চাইল্ড প্রোটেশশন কো অর্ডিনেটর তানজিনা আক্তার শুরুতেই এই কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন। জনাব  আব্দুল জলিল তার বক্তব্যে বলেন “শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। শিশু অধিকার নিশ্চিত এবং শিশুশ্রম হ্রাস করতে হলে সকলকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে এবং সকলকে একযোগে কাজ করতে হবে”।

IMG_2783

সেভ দ্যা চিল্ড্রেন এর ম্যানেজার মামুনুর রশিদ পরবর্তীতে অপশনাল প্রোটোকল, এর প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, অপরাজেয় বাংলাদেশের শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব মাহবুবুল আলম ও  চাইল্ড পার্লামেন্ট মেম্বার শাহরিয়ার তামিম সৌরভ জানান, জাতীয় শিশু আইন-২০১৩ বাস্তবায়নের মাধ্যমে অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করার জন্য ইতিবাচক মতামত প্রদান করেন। ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম ও তারেক সোলায়মান সেলিম শিশুদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার জন্য  আহবান করেন। বিশেষ অতিথি তাহমিনা বেগম তার বক্তব্যে জানান, সরকার অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করবে কিনা এই বিষয়ে মতামত জানতে বিভাগীয় পর্যায়ে  এই ধরনের কর্মশালা হচ্ছে। সকলের মতামত নিয়ে সরকার অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি আরো জানান, সরকার শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ধারাবাহিকভাবে এই ধরনের কার্যক্রমে চলমান থাকবে।

ইউনিয়ন ভিত্তিক এনসিটিএফ শিশুদের মাঝে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আজ ১৩ সেপ্টেম্বর ২০১৫ মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিন ব্যাপি ইউনিয়ন ভিত্তিক এনসিটিএফ এর শিশুদের মাঝে এক ওরিয়েন্টেশনের আয়োজন করে ‘সেভ দ্য চিল্ড্রেন’। এ ওরিয়েন্টেশনে ‘জীবন দক্ষতা’ এনসিটিএফ এর পূর্ণ ধারনা, কর্মকাণ্ড এবং এনসিটিএফ কয়টি স্তরে কাজ করে এবং কিভাবে কাজ করে এ বিষয়ে ইউনিয়ন কমিটির সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

বস্তুত আগামী মাসের শিশু সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন কমিটির সদস্যরা তাদের ইউনিয়নের নীতি নির্ধারনি পর্যায়ে যারা আছে যেমন, চেয়ার ম্যান মহোদয়,মেম্বারগণ,ইউনিয়নের স্কুল প্রধানগণদের সাথে বসে ঔ ইউনিয়নের শিশুদের পরিস্থিতি নিয়ে ‘মুখো মুখি’ অনুষ্ঠানের পরিকল্পনা করে তাদের বার্ষিক কর্মপরিকল্পনাতে তারই পূর্ব প্রস্তুতির জন্য এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এ ওরিয়েন্টেশনকে আমরা ইউনিয়ন ভিত্তিক মিনি পার্লামেন্ট ও বলতে পারি। এ ওরিয়েন্টেশনে সার্বিক সহযোগিতা করেন সেন্ট্রাল ইয়ুথ ভলিন্টার ‘শাইদুল ইসলাম শান্ত’।

আইসিটি এবং ডকুমন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন

শিমূল আহমেদ তরঙ্গঃ  অদ্য ১২সেপ্টেম্বর,২০১৫ তারিখে ঢাকার আদাবরের স্পেড-আরআরটিসি (SPED-RRTC) প্রশিক্ষনে কেন্দ্রে শেষ হয়ে গেল এনসিটিএফ আইসিটি ও ডকুমেন্টেশনDSC01903 রিফ্রেশার প্রশিক্ষন। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন , প্ল্যান ইন্টারনেশনাল বাংলাদেশ এবং ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এম এম সি ) এর আয়োজনে গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ এর ৭ টি বিভাগ থেকে এনসিটিএফ এর বাছাইকৃত ১২ জন সদস্য এবং এনসিটিএফ কেন্দ্রীয় এডিটরিয়াল টিমের ৭ জন সদস্য অংশগ্রহন করেন।

প্রশিক্ষনে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। মুলত এনসিটিএফ এর ওয়েবসাইট এনসিটিএফবিডি.ওআরজি (nctfbd.org ) এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ফেসবুক গ্রুপ এর পরিচালনা করার জন্য এনসিটিএফ এডিটরিয়াল টিম কে দক্ষ করে তোলাই ছিলো এই প্রশিক্ষন এর মূল লক্ষ্য। প্রশিক্ষনের শেষে এডিটরিয়াল টিম এর সকল সদস্যদের নিউজ প্রকশনার জন্য আলাদা আলাদা জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেয়া হয়।

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি এবং নলেজ ডেভলাপমেন্ট ম্যানেজার আফরোজা শারমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন এম এম সি এর প্রকল্প সমন্বয়কারী মৃণম্বয় মাহাজন এবং এম এম সি এর প্রকল্প কর্মকর্তা  সাইফ মাহদী। এছাড়াও প্রশিক্ষন এর শেষ দিন উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিআরজি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার(এডভোকেসি) মীর রেজাউল করিম।

এ বিষয়ক আরো খবর:

শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রশার প্রশিক্ষন

 

 

 

এনসিটিএফ টাঙ্গাইল এর মাসিক সভা অনুষ্ঠিত

কাজী ফারহানা রাহা : আজ টাঙ্গাইল এনসিটিএফ এর মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ১০ টায় টাঙ্গাইল শিশু একাডেমী তে মাসিক সভা টি অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সভাপতি কাজী ফারহানা রাহা শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সভা শুরু করেন।  সভার শুরুতেই সদ্য শিশু গবেষক প্রশিক্ষন প্রাপ্ত সানজিদা ও রাহিম তাদের অভিজ্ঞতা,  অর্জন এবং তাদের প্রশিক্ষনের বিষয়ে আলোচনা করেন।

আজকের সভার আলোচ্যবিষয় সমুহ ছিলো :

১. শিশুঅধিকার সপ্তাহ উদযাপন

২.নতুন সদস্য সংগ্রহ

৩.স্কুল কমিটি গঠন

৪.হাসপাতাল পরিদর্শন

৫.মায়ানমার সমুদ্রপথ থেকে উদ্ধারকৃত শিশু পরিদর্শন।

১নং আলোচ্য বিষয়ানুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে,শিশু অধিকার সপ্তাহে এন সি টি এফ,টাংগাইল একটি পাবলিক হিয়ারিং এর আয়োজন করবে।২ও৩ নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে,পুলিশ লাইনস স্কুল, টাংগাইল থেকে নতুন সদস্য সংগ্রহ করা হবে এবং স্কুল কমিটি গঠন করা হবে। ৪নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় সেপ্টেম্বর ১৪,২০১৫ তারিখে হাসপাতাল পরিদর্শন করতে যাওয়া হবে।৫নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের পর উদ্ধারকৃত শিশুকে দেখতে যাওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন- এন সি টি এফ,টাংগাইলের সভাপতি কাজী ফারহানা তাসমিন, সাধারণ সম্পাদক মোঃ সাকিব,যুগ্ম সা: সম্পাদক আনিকা,সাংগঠনিক সম্পাদক কেয়া,শিশু গবেষক সানজিদা ও রাহিম,শিশু সাংবাদিক ফাহিম ও জেমী,চাইল্ড পার্লামেন্ট মেম্বার রাফি এবং সাধারণ সদস্য প্রান্ত,সানিয়া,আবিদ,আরাফাত। আরও উপস্থিত ছিলেন- সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার শামীম আহমেদ এবং জেলা ভলান্টিয়ার আরাফ আল জামান ও নাজমা আক্তার।
পরিশেষে,সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।সকলের সার্বিক সহায়তায় এবং অংশগ্রহণে সভা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।